Vitamin T ঈদের কয়েক দিন আগে - TopicsExpress



          

Vitamin T ঈদের কয়েক দিন আগে ফোনে মেসেজ আসলো - এয়ারটেল নিবেদিত বিশেষ টেলিফিল্ম ভিটামিন টি দেখার জন্য । ভাল কথা । Computer এ বসে আছি । হঠাত চোখ পড়ল টিভির স্ক্রীনে । শুরু হল ভিটামিন টি । গল্পের শুরুতেই এক তরুণের কোলে ১০ লাখ টাকার একটা ব্যাগ লাফ দিয়ে চড়ে বসল । এমন একটা অসাম ওপেনিংয়ের ধাক্কা সামলাতে গিয়ে বাকিটুকুতে আর মনোযোগ দেয়া হল না ! মিডিয়াকে সোশ্যাল মিরর হিসাবে ধরা বাড়াবাড়ি রকমের ভুল হবে না । এয়ারটেল ইউজারদের মূল অংশ উঠতি তরুণ প্রজন্ম- যাদেরকে Generation Z হিসাবে ধরা হয় । নাটকের গল্পটি Gen Z এর মানসিকতার যে দিকটি তুলে ধরছে বা তাদেরকে সেভাবে ভাবতে উৎসাহিত করছে তা ইতিবাচক নয় । উঠতি তরুণদের খুব বড় একটি অংশ এই ধারণা নিয়ে বড় হচ্ছে যে- life owes them a lifelong party. বেসিক্যালি লাইফ হচ্ছে এক্সবক্স, বাইক, সেলফি । এনজয় ম্যান - হোয়াই সো সিরিয়াস ? জাস্ট চিললল কর ! আন-কমার্শিয়াল সত্যটি হচ্ছে- Life owes you nothing. It doesnt owe you X-box, 150 cc bike, and most definitely not one million bucks ready to jump in your lap. আমাদের এই সময়টা instant gratification এর । অনেক কিছুই এখন শুধুমাত্র মাউস ক্লিক বা ফোন কল দুরত্বে । অনেক কিছু আগের চেয়ে সহজ হয়েছে । ভর্তি পরীক্ষার ফর্ম কিনতে আমাদের মতো কাউকে আর ৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না । পছন্দের খাবার, ড্রেস যেমন মাত্র কিছু ইলেকট্রিক সিগন্যাল দুরত্বে- পছন্দের মানুষরাও এখন অনেক কাছে । কারো সাথে দেখা করার জন্য এখন আর আলাদা সময় দেবার প্রয়োজন নেই । সামনে বসা আবুলের সাথে কথা বলতে বলতে নিউজফিডে বাবুলের হাস্যোজ্জল সেলফিতে কমেন্ট- পুরা অস্থির লাগতেছে মামা ! কোন একটা রেস্টুরেন্টে বসেছি । অন্য টেবিলে চার জন বসেছে - খাবারের অর্ডার দিয়ে যে যার ফোনের স্ক্রীনে তাকিয়ে আছে । Gen Z অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করছে ঠিক- কিন্তু তার প্রধান বাহন যদি হয় লাইক্স দিস তাহলে তা হতাশাজনক । এক বেলায় এক মিলিয়ন খরচ করায় কারো আপত্তি করার কিছু নেই । কিন্তু যখন আমাদের কেউ বলতে চায়- মজা কইরা যা মামা, টাকা লাগে দেবে গৌরিসেন তখন আমি আপত্তি জানাই । আমরা অপেক্ষা করেছি । পছন্দের ড্রেস, পণ্য বা পছন্দের মানুষের জন্য । আজকের প্রজন্ম অনেক fast- paced . তারা অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ, স্মার্ট, আউটগোয়িং । তাদের জানার বিস্তৃতি আমাদের চেয়ে অনেক বেশি । কিন্তু অপেক্ষা শব্দটির অর্থ তাদের কাছে অস্পষ্ট । আমি মনে করি যে মানুষের সত্যিকার দৃঢ়তা গড়ে ওঠে চাওয়া আর তা অর্জন করার মধ্যবর্তি অপেক্ষাতে । কমার্শিয়ালিজড মিডিয়া যাই বলুক না কেন-এই প্রজন্মের তরুণরা যেন অপেক্ষা শব্দটিকে উপেক্ষা না করে । খুব বেশি ভুল বলে থাকলে ক্ষমা করবেন। clted
Posted on: Fri, 22 Aug 2014 09:45:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015