।। Vocabulary শিখুন একটু ভিন্ন - TopicsExpress



          

।। Vocabulary শিখুন একটু ভিন্ন স্বাদে ।। বাংলাদেশ টিম যখন খারাপ খেলে, তখন দর্শকেরা তাদেরকে CORROBORATE না করে উল্টো ABDICATE করে। এমনকি তারা যে অদূর ভবিষ্যতে ভালো খেলবে, সেই সম্ভাবনাকেও GAINSAY করে। এমন ABNEGATION করলে তাদের আত্মবিশ্বাস কোথায় গিয়ে দাঁড়াবে, ভেবে দেখেছেন? আমাদের উচিৎ,RESUMPTION করা, তাদের প্রকৃত ADHERENT হওয়া, ভালো খেললে ACKNOWLEDGE করা এবং কোন অবস্থাতেই RELENT না করা। Corroborate = support; সমর্থন করা Abdicate = abandon; পরিত্যাগ করা Gainsay = deny; অস্বীকার করা Abnegation = renunciation; বিসর্জন Resumption = take in again; পুনর্গ্রহণ Adherent = follower; অনুসারী Acknowledge = recognize; স্বীকার করা Relent = give in; হাল ছেড়ে দেয়া Admin- 『 Rashed Zaman 』
Posted on: Wed, 14 Jan 2015 06:21:37 +0000

Recently Viewed Topics




© 2015