WWE এর কিছু বিখ্যাত - TopicsExpress



          

WWE এর কিছু বিখ্যাত ব্যক্তিবর্গদের নিয়ে প্রতিদিনের ধারাবাহিক সেগমেন্টঃ ~¤$¤OLD is GOLD¤$¤~ পর্বঃ ৩ আজকের অতিথিঃ প্রয়াত ম্যানেজার Paul Bearer । WWE তে Paul Bearer অন্যতম সফল একজন ম্যানেজার। তার অন্যতম একটি ভূতুড়ে শব্দ হচ্ছে ohhh yyyes!. তিনি ১৯৯১ সালে The Undertaker এর ম্যানেজার হিসেবে Urn হাতে নিয়ে দর্শকদের সামনে প্রতিয়মান হন । এরপর ২০০২ সালের দিকে তিনি Total Non-Stop Action Wrestling কোম্পানিতে চলে যান এবং সেখানে তিনি নিজের নাম হিসেবে Percy Pringle III ব্যবহার করতেন । ২০০৩ সালের অক্টোবর মাসের দিকে Paul আবার WWE তে ফিরে আসেন এবং তিনি কোম্পানির সাথে তিন বছর মেয়াদী একটা Contac করেন । ২০০৫ সালের ১০ই জুন তারিখে পল WWE এর সাথে নতুন একটা চুক্তিতে আবদ্ধ হয় । যা তার পারসোনাল ইমেজকে দর্শকদের সামনে উপস্হাপন এবং অটোগ্রাফ দেয়ার উপর ছিলো । তিনি তখন TV এবং House Shows এ অংশ নেয়া শুরু করেন । ২০০৯ সালে তিনি WWE এর THQ ভিডিও গেম WWE Legends of WrestleMania এর ম্যানেজার হন । ~¤*¤[ চলবে ]¤*¤~ আমাদের সাথেই থাকুন , আরো অজানাকে জানতে পারবেন আমাদেরই সাথে । ধন্যবাদ :)
Posted on: Sun, 13 Jul 2014 17:43:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015