Web fonts চেনার ৩ টা সহজ - TopicsExpress



          

Web fonts চেনার ৩ টা সহজ উপায়! ১। আপনার কোন ওয়েবসাইটের ফন্ট পছন্দ হলে ঐ ফন্ট টি select করে inspect element করবেন, তারপর ডানপাশে style এর কিছু জিনিস পাবেন যেমন margin, padding, height, weight এইসব, সেখানে উপরের বারে rule সিলেক্ট করা না থাকলে তা সিলেক্ট করে নেবেন। তারপর খুজে দেখবেন font-family : তে কয়েকটি ফন্ট এর নাম লেখা আছে তার প্রথম নামটিই আপনার কাঙ্ঘিত ফন্ট এর নাম।(২/১ টি ক্ষেত্রে পরেরটা ফন্ট নাম হতে পারে তবে তা খুবই কম সময় হয়) ২। এই ছাড়া আপনি যেই ওয়ার্ড এর ফন্টের নাম জানতে চান ওই ওয়ার্ড টাকে কপি করে এম এস ওয়ার্ডে পেস্ট করে সিলেক্ট করলেই ফন্ট এর ঘরে ওই ফন্ট এর নাম দেখাবে । ৩। আপনি যদি কখনো এরকম সমস্যায় পড়েন, তাহলে প্রথমে যে কাজটি করবেন সেটা হল, ঐ ওয়েবসাইটের যে ফন্টটি ব্যাবহার করতে চান সেই ফন্টটি ব্যাবহৃত হয়েছে এমন একটি লাইনের স্কীনশট নিবেন। এরপর সোজা চলে যাবেন whatfontis/ এই ঠিকানায়। এখানে গেলেই মোটামুটি বুঝতে পারেবন কি করতে হবে। তারপরেও বলি, এখানে গিয়ে ব্রাউজ করে স্কীনশটটি দিবেন(যদি আপনার স্কীনশটটির ব্যাকগ্রাউন্ড গাঢ় কালারের হয় তাহলে নিচের দিকে invert color অপশনে ক্লিক করবেন)। এরপর continue ক্লিক করবেন। এরপর তারা আপনার প্রদত্ত স্কীনশটের ভিত্তিতে word যাচাই বাচাই করে একটা ফর্ম দিবে। সেখানে যে যে word লেখা থাকবে সেগুলো একটা একটা করে পাশের ফাকা ঘরে লিখবেন। এরপর continue তে ক্লিক করলেই প্রায় কাছাকাছি বা হুবুহু ঐ ফন্টটির নাম sample সহ চলে আসবে। এখান থেকে দেখে নিতে পারেন আপনার কাংখিত ফন্টটি।
Posted on: Mon, 30 Sep 2013 09:42:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015