from BNP Online Activist ভারত উদ্বিগ্ন - TopicsExpress



          

from BNP Online Activist ভারত উদ্বিগ্ন কূটনৈতিক রিপোর্টার | ১ ডিসেম্বর ২০১৩, রবিবার, ১০:২০ | বাংলাদেশে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় উদ্বিগ্ন ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্র ী সলমন খুরশিদ গতকাল নয়া দিল্লিতে তার সরকারের দুশ্চিন্তার কথা জানান। ইউএনবি খবরটি প্রকাশ করেছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। উন্নয়ন প্রশ্নে দেশ দু’টি একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত বলেও উল্লেখ করেন তিনি। সলমন খুরশিদ বলেন, উদ্বিগ্ন হওয়ার মতো অনেক ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হয়। আমরা আশা করি, বাংলাদেশের এই ক্রান্তিকালে গণতন্ত্র শক্তিশালী থাকবে, যেমনটা ছিল দুই নির্বাচনের মাঝে। আমি জানি বাংলাদেশে এমন কিছু ইস্যু আছে যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি ব্যাপক। তিনি বলেন, নির্বাচনকালীন তত্ববধায়ক সরকারের বিষয়ে একটি সমঝোতা না হওয়া পর্যন্ত ঘোষিত নির্বাচনী তফসিল স্থগিতের দাবিতে বাংলাদশের জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার জোট দেশব্যাপী প্রতিবাদ আন্দোলন করছে। এতে ডজন খানেক মৃত্যুর ঘটনাসহ ব্যাপক সহিংসতা হচ্ছে। শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানায় নয়া দিল্লি।
Posted on: Mon, 02 Dec 2013 01:18:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015