hpy frndshp day... বন্ধুত্ব কি? - TopicsExpress



          

hpy frndshp day... বন্ধুত্ব কি? বললাম, তুমি আমার বন্ধু তাতেই বন্ধু হয়ে গেল??? add friend এ ক্লিক করলাম আর অপরদিক থেকে confirm করল। তাতেই বন্ধু হয়ে গেল??? বন্ধুত্ব বলতে আমি যা বুঝি সেটা হল দুটি মানুষের মধ্যে আত্নিক সম্পর্ক, যেখানে থাকেনা কোন হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, পরশ্রীকাতরতা। নিখাদ বন্ধুত্ব হচ্ছে সেই সম্পর্ক যেখানে একজন আরেকজনকে নিস্বার্থভাবে সাহায্য করে, সুসময়ে, দুঃসময়ে, সবসময় তার পাশে থাকে। একজন খাঁটি বন্ধু কখনও হিংসার বশবর্তী হয়ে তার বন্ধুর অমঙ্গল চাইতে বা করতে পারেনা, যদি তা করে, তাহলে সেটি বন্ধুত্ব না। বন্ধুত্ব হচ্ছে দুই অথবা তার অধিক কিছু মানুষের মধ্যে একটি সম্পর্কবিশেষ যাদের একে অপরের প্রতি পারস্পরিক স্নেহ রয়েছে। বন্ধুত্বকে ব্যক্তিগত সম্পর্কের খুব কাছের একটি অংশ। যে নিজের স্বার্থকে বড় মনে করে বন্ধুর স্বার্থকে ছোট ভাবে সে আর যাই হোক বন্ধু না। পারস্পরিক বিশ্বাস একে অপরের সঙ্গ উপভোগ করা সহানুভূতি থাকা পারস্পরিক চিন্তাভাবনা ও মূল্যবোধের গুরুত্ব দেওয়া, কম্প্রোমাইজ করার ক্ষমতা থাকা, মানসিক সমর্থন দেওয়া বন্ধুর ভাল কীভাবে হবে এই বাসনা থাকা কঠিন সত্যের স্বীকার করে হলেও বন্ধুর ভাল চাওয়া উচিৎ। কয়জন বলতে পারবে যে, আমার অমুক বন্ধু সবসময় আমার ভাল নিয়ে চিন্তা করে। নিজের ভাল না চেয়ে আমার ভাল চায়।।।???
Posted on: Sun, 03 Aug 2014 14:40:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015