html part -6 আসসালামু আলাইকুম! - TopicsExpress



          

html part -6 আসসালামু আলাইকুম! আমি খুব-ই দুঃখিত এত দিন পোষ্ট না দেয়ায়! আসলে আমি একটা ব্যাক্তিগত সমস্যার কারনে লিখতে পারি নি! মানসিক চাপের ভেতর ছিলাম। এখন কিছুটা ঠিক আছে। দোয়া করবেন যেন ঠিক হয়ে যায়। :) আমি এইচটিএমএল প্রায় অর্ধেক শেষ করে ফেলেছি। সেগুলো বার বার চেষ্টা করবেন বাসায়।আর অবশ্যই প্রথম পোষ্ট থেকে শুরু করবেন, নাহলে বুঝতে অসুবিধা হবে বা হয়ত বুঝতেই পারবেন না। তাই দোয়া করে প্রথম পষ্ট থেকে শুরু করবেন। এখন, এইচটিএমএল এর tag নিয়ে আলোচনা করব। ট্যাগ দিয়ে এইচটিএমএল এর যেকোন কিছু কে গ্রুপ এ ভাগ করা যায়। যেমন আপনি মেনু তৈরি করবেন, সেখানে আপনি চাচ্ছেন ৪ টা মেনু চার রকম হোক। সেক্ষেত্রে ৪ টা মেনুর জন্য ৪ টা tag ব্যাবহার করবেন, যেমন ঃ আপনার মেনুর জন্য এইচটিএমএল কোড এইভাবে। tag ব্যাবহার করা হয় সিএসএস দিয়ে স্টাইলিং করার জন্য। এই ট্যাগ ব্যবহার করে একসাথে ট্যাগ এর ভেতরের সব সিএসএস দিয়ে স্টাইলিং করা যায়! যাই হোক সিএসএস নিয়ে আলোচনা করা হবে তবে এইচটিএমএল এর পরে। এবার এইচটিএমএল এর একটা বেসিক ডিজাইন দেখানো হল- basic web design Menu HTML CSS JavaScript Content goes here learn web designing from this page! free! এই কোড গুলো কপি করে টেক্সট এডিটর বা নোট++ এ পেস্ট করুন এবং .html লিখে সেভ করুন। তারপর ফাইল টি ডবল ক্লিক করে ওপেন করে দেখুন! কি দেখলেন!? :D এটা একটা বেসিক ডিজাইন। এভাবেই ডিজাইনিং করতে হয়। আজকে এই পর্যন্তই । পরে আবার লিখব। কারো কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাবেন। ধন্যবাদ। আর যদি স্ময় থাকে তাহলে পেজ টা শেয়ার করবেন। আর আরো বেশি সময় থাকলে পেজ এর পাশেই suugest friend এ কিছু ফ্রেন্ড ইনভাইট করবেন। :D আল্লাহ হাফেয। [হিরা]
Posted on: Wed, 10 Jul 2013 10:25:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015