m.facebook/balo.golpo �ভূমি জরিপ বলতে - TopicsExpress



          

m.facebook/balo.golpo �ভূমি জরিপ বলতে কি বুঝায়? m.facebook/balo.golpo ❂ভূমি জরিপ বলতে বিভিন্ন মৌজা তথা গ্রাম বা সীমানা ভিত্তিক নকশা তৈরি বা জমির মালিকানা সংক্রান্ত পুরাতন রেকর্ড পর্যালোচনা বা যাচাই বাছাইকে বুঝায়৷ m.facebook/balo.golpo ❂❂সহজ ভাষায় বুঝায়,জরিপের সময় পুরাতন তৈরীকৃত নকশা ও রেকর্ড সংশোধন করা এবং জমির আকৃতি ও প্রকৃতি পরিবর্তন হয়ে থাকলে (মানে,মালিকানার পরিবর্তন হয়ে থাকলে)সেই মোতাবেক সামঞ্জস্য রেখে মৌজা বা সীমানার মধ্যে জমির নকশা এবং কাগজ পত্রের রেকর্ড তৈরি করাকে ভূমি জরিপ বা survey বুঝায়৷ m.facebook/balo.golpo (পেইজের বর্তমান মূল বিষয় ভূমি ও সম্পত্তি,সাথে কিছু রিসেন্ট ম্যাটার্স) ▶ইমাম হোসেন সৈকত◀ ◉জনস্বার্থে প্লিজ,পোষ্টটি শেয়ার করে বন্ধুদেরকেও এই সম্পর্কে জানার সুযোগ করে দিন। প্রতিটি মানুষের আইন সম্পর্কে জ্ঞান থাকা জরুরী, তাহলে প্রতারিত হওয়ার সম্ভবনা অনেকাংশে কম। বিঃদ্রঃএই পেইজের সদস্যবৃন্দদের উদ্দেশ্য করে বলতেছি,অনেকই ইমেলএ বলে সবসময় নাকি সবগুলোপোস্ট নিয়মিত তাদের ফেসবুক ওয়ালে দেখতে পায় না! তাই,যারা এই পেইজের প্রত্যেকটি পোস্ট নিয়মিত তাদের ফেসবুক ওয়ালে দেখতে চান? m.facebook/balo.golpo তারা কষ্ট করে নিয়মিত পোস্টগুলোতে লাইক/কমেন্ট/শেয়ার দিয়ে পেইজের সাথে এক্টিভ থাকুন।আর তা নাহলে,ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনারা পেইজের পরের পোস্টগুলো আর দেখতে পারবেন না,আপনাদের ফেসবুক ওয়ালে! আর তাও যদি না পারেন পেইজ গ্রুপে যোগ দিন। এতে আমাদের কোন প্রকার স্বার্থ নেই,আপনাদের জন্যই নিঃস্বার্থে এত কষ্ট। M.facebook/balo.golpo ▶জমি ক্রয়ের পর ক্রেতা-মালিকের করণীয়◀ m.facebook/balo.golpo ♞একজন ক্রেতা হিসেবে আপনি যে জমি ক্রয় করুন না কেন, ঐ জমি ক্রয় করার পর মালিকানা স্বত্ব প্রতিষ্ঠার জন্য নিম্মুক্ত কাজগুলো করতে হবে। m.facebook/balo.golpo (১)রেজিস্ট্রি ও সীমানা নির্ধারণ:- ❂জমি রেজিস্ট্রি করার পর ওই জমি পরিমাপপূর্বক সীমানা নির্ধারণ করে পূর্বের মালিকের কাছ থেকে দখল বুঝে নিতে হবে। m.facebook/balo.golpo (২) দখল:- ❂জমিতে দখল প্রতিষ্ঠার জন্য বাস্তব ব্যবহার তথা চাষাবাদ/ঘরবাড়ি নির্মাণ ইত্যাদি করতে হবে। m.facebook/balo.golpo (৩)দলিল সংগ্রহ:- ❂সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রার অফিস থেকে মূল দলিল সংগ্রহ করতে হবে। মূল দলিল উত্তোলনে বেশি সময়ের প্রয়োজন হলে সার্টিফায়েড কপি (মূল দলিলের হুবহু নকল) তুলে নিতে পারেন। m.facebook/balo.golpo (৪) নামজারি:- ❂সার্টিফায়েড কপি (নকল) প্রাপ্তির সঙ্গে সঙ্গে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) অফিসে ওই ক্রয়কৃত জমি আপনার নিজ নামে নামজারি জমা ভাগের জন্য আবেদন করতে ভুলে যাবেন না। m.facebook/balo.golpo (৫)দাখিলার কপি:- ❂সহকারী কমিশনার (ভূমি) নামজারি খতিয়ান অনুমোদন দেয়ার পর নামজারি খতিয়ান, ডিসিআর-এর কপি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলার কপি আপনি নিজে সংগ্রহপূর্বক সংরক্ষণ করুন। m.facebook/balo.golpo ♞♞মনে রাখবেন, আপনি কষ্টার্জিত অর্থে জমি ক্রয়ের পর ওই জমি আপনার দখলে নিতে ব্যর্থ হলে এবং আপনার নিজ নামে নামজারি (মিউটেশন) করতে বিলম্ব করলে অসাধু ও চতুর জমি বিক্রেতা ঐ জমি আবার অন্যত্র বিক্রয়ের প্রচেষ্টা চালাতে পারে। তাই জমি ক্রয়ের পরপরই ক্রয়কৃত জমির দখল বুঝে নিন এবং নামজারি করুন। (পেইজের বর্তমান মূল বিষয় ভূমি ও সম্পত্তি,সাথে কিছু রিসেন্ট ম্যাটার্স) ▶ইমাম হোসেন সৈকত◀ ◉জনস্বার্থে প্লিজ,পোষ্টটি শেয়ার করে বন্ধুদেরকেও এই সম্পর্কে জানার সুযোগ করে দিন। প্রতিটি মানুষের আইন সম্পর্কে জ্ঞান থাকা জরুরী, তাহলে প্রতারিত হওয়ার সম্ভবনা অনেকাংশে কম। বিঃদ্রঃএই পেইজের সদস্যবৃন্দদের উদ্দেশ্য করে বলতেছি,অনেকই ইমেলএ বলে সবসময় নাকি সবগুলোপোস্ট নিয়মিত তাদের ফেসবুক ওয়ালে দেখতে পায় না! তাই,যারা এই পেইজের প্রত্যেকটি পোস্ট নিয়মিত তাদের ফেসবুক ওয়ালে দেখতে চান? m.facebook/balo.golpo তারা কষ্ট করে নিয়মিত পোস্টগুলোতে লাইক/কমেন্ট/শেয়ার দিয়ে পেইজের সাথে এক্টিভ থাকুন।আর তা নাহলে,ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনারা পেইজের পরের পোস্টগুলো আর দেখতে পারবেন না,আপনাদের ফেসবুক ওয়ালে! আর তাও যদি না পারেন পেইজ গ্রুপে যোগ দিন। এতে আমাদের কোন প্রকার স্বার্থ নেই,আপনাদের জন্যই নিঃস্বার্থে এত কষ্ট। M.facebook/balo.golpo
Posted on: Fri, 03 Oct 2014 09:25:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015