♦plz likeThis Educational page♦ ♦Job Preparation - জব - TopicsExpress



          

♦plz likeThis Educational page♦ ♦Job Preparation - জব প্রিপারেশন ♦ ►জাতীয় পরিচয়পত্রের মেয়াদকাল কত? -১৫ বছর। ►পঞম আদম শুমারি কবে হয়? -২০১১ সালে। ►রংপুর বিভাগ যাত্রা শুরু করে কবে? -১জুন ২০১০। ►বাংলাদেশের বর্তমান সক্ষরতার হার কত? -৫১.৮%। ►শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হন? -১৯৬৯সালে। ►কোন দেশের সংবিধান অলিখিত? -যুক্তরাজ্য। ►আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি? -আলজেরিয়া। ►বাংলাদেশে স্টক একচেন্জ কয়টি? -২টি। ► সোয়াইন ফ্লু সর্বপ্রথম দেখা দেয় কোথায়? -মেক্সিকোতে। ►TIN (টি আই এন) এর পূর্ণরূপ কি? -ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ► SIM এর সম্পূর্ণরূপ কি? -Subscriber Identity Module. ► কবে সর্বপ্রথম বাংলাদেশে লিভার প্রতিস্থাপন অপারেশন করা হয়? -জুন ২০১০। ► বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটারের নাম কি? -IBM 1620 ► বাংলাদেশে প্রথম কবে এবং কোথায় কম্পিউটার স্থাপিত হয়? -১৯৬৪ সালে ঢাকায় পরমাণু শক্তিকেন্দ্রে। ► বাংলাদেশ সাব মেরিন ক্যাবল যুক্ত হওয়ার চুক্তি স্বাক্ষর করে কবে? -২৭ মার্চ ২০০৪। ► বিজিবির সর্বপ্রথম নাম কি ছিল? -রামগড় লোকাল ব্যাটালিয়ন। ► বাংলাদেশ কবে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী পাঠায়? -১৯৮৮ সালে UNIMOG মিশনে। ► কত সাল থেকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরষ্কার দেয়া হয়? -১৯৭৭ সাল। ► ডিএসই (Dhaka Stock Exchange) এর কার্যালয় প্রথম কোথায় ছিল? -নারায়্নগঞ্জ। ► ঢাকার ইংরেজী বানান ‘DACCA’ থেকে ‘DHAKA’ করা হয় কবে? -১৯৮২ সালে। ► বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল কোনটি? - সিলেটের লালখান। ► বাংলাদেশের সর্বোনিম্ন বৃষ্টিপাত অঞ্চল কোনটি? -লালপুর। ♣Posted by Admin শাহ জালাল
Posted on: Sat, 27 Sep 2014 19:27:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015