pust...........er ak student .............dakha mna holo sottie - TopicsExpress



          

pust...........er ak student .............dakha mna holo sottie akdin airokom hobe.....tai copy mara dilam......... সালঃ ২০৫৩ সময়ঃ রাত ১ টা। অনেক দিন পর ফেইসবুকে লগিন করলাম। গত কয়েক টা মাস ফেইসবুকে ছিলাম না। হাসপাতাল এর বেড এ শুয়ে ছিলাম।... বেডে শুয়ে ভাবতেছিলাম আবার কি ফিরে আসতে পারবো কিনা। এখন আর ফেইসবুকের পুরোনো বন্ধুদের কে পাই না,অনেকে মারা গেছে অথবা অনেক ফেইসবুক ব্যবহার করা ছেড়ে দিয়েছে। আমি মাঝে মাঝে না এসে পারি না। অনেক দিন এর নেশা তো তাই চাইলে ও ছাড়তে পারিনা , লগিন করে ই খুজতে থাকি অনেক কে কিন্তু পাই না তেমন কাওকে। ছেলে মেয়ে গুলো দেশের বাইরে, অনেক বলে ও তাদের কে রাখতে পারলাম না। ওরা ও আমাকে আর আমার wife কে চলে যেতে বলে কিন্তু আমি যাই না । আসলে যেতে চাই না আমি, কারন এই দেশের মাটি তে ই শেষ নিঃশ্বাস টা ত্যাগ করতে চাই। ফেইসবুক এখন অনেক বদলে গেছে। মাঝে মাঝে আমার ছেলে মেয়েদের সাথে চ্যাট হয়। ওরা ও অনেক ব্যাস্ত এখন।। আমাদের সময়ের ফেইসবুক সেলিব্রেটিদের মাঝে এখন আর তেমন কাওকে পাই না।... দুই এক জন বেঁচে আছেন। কিন্তু ওনারা এখন আর ফেইসবুকে লিখেন না । বই বের করেন প্রতি বছর একটা করে। ফেইসবুকে আজ কে লগিন করে ই সেই ২০১২-২০১৩ সালের টাইম লাইন টা দেখলাম। কি না ছিলো আমাদের সময়ে। যখন তরুন ছিলাম। সারা দিন ই পড়ে থাকতাম। চ্যাটিং ফ্ল্যাটিং কত কি ই না করতাম । তবে আমি খুব একটা ফ্ল্যাটিং করতাম না অন্য ফ্রেন্ডদের টাইম লাইনে ঘুরে আসলাম। মনেমন হাসলাম , আবার কাঁদলাম ও । আসলে কি অনেকে আর আমাদের মাঝে নেই। এখন ফ্রেন্ডলিস্ট খুজতে গিয়ে আর একটা জিনিস চোখে পড়লো। সেটা হলো ফেইসবুক কে এখন অনেক বড় কবরস্থান মনে হচ্ছে। কারন অনেকে যে আর বেছে নেই, কিন্তু তাদের আইডি গুলো এখন ও আছে। লিখতে লিখতে চোখের পাতা ভারী হয়ে আসছে। এক দিন আমি ও এই ভাবে চলে যাবো । আমার আইডী হয়তো বা ডিএক্টিভেট করা হবে না। কেও হয়তো খোজ ও করবে না আমাকে। আজ থেকে ৪০ বছর পরে হয়ত এমন ই একটা স্ট্যাটাস দিব আমার ওয়ালে। হয়ত কেও পড়বে না। বুড়ো হয়ে যাবো তো , আমার ফ্রেন্ড লিস্ট এর অনেক হয়তো থাকবে না সেই দিনফেইসবুকে,বয়সের কারনে হারিয়ে যাবে। খারাপ ছেলে Unlike · · Share · 11 · 58 minutes ago · You, Ahmed Julkarnain and 9 others like this. Write a comment... Options
Posted on: Wed, 21 Aug 2013 18:25:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015