root বিষয়ে নতুন কিছু বলার - TopicsExpress



          

root বিষয়ে নতুন কিছু বলার নেই..কিন্তু root করার পর..যে apps গুলি আমরা use করতে চাই..না জেনে/না বুঝে..সেগুলি চালানোর সময় আপনার ফোনের অনেক রকম সমস্যা হতে পারে..এই ভুলটা বেশিরভাগ android user রা করে..তাই root করার সাথে সাথে আপনার rom এর backup টি রাখা উচিৎ..তাহলে পরে যেকোনো app আপনি নির্ভয়ে চালাতে পারবেন..মনে রাখবেন.. root করার পর প্রথম কাজ rom backup.. rom backup..করতে গেলে..প্রথমে আপনার ফোনের cwm ইন্সটল দিতে হবে..ফোনের মডেল এবং cwm লিখে google এ search দিন..তারপর ওখান থেকে recovery.img ফাইলটি download করুন..&..mobile uncle tools.apk...আপনি বিভিন্ন গ্রুপের ফাইলেও এগুলি পাবেন...তবে আপনার ফোনের recovery.img টাই লাগবে..না হলে হবে না... CWM/recovery.img.. ডাউনলোড করার পর জিপ ফাইল থাজলে আনজিপ করে মেমরি কার্ডে রাখেন (কোন ফোল্ডারে না )..play store থেকে mobile uncle tool ইন্সটল করে ওপেন করুন(নেট অফ করে )..এখন IMEI টা ব্যকাপ করে নিন,পরে সমস্যা হলে রিস্টোর করতে পারবেন..এখন recovery update এ ক্লিক করুন..recovery.img নামে একটা ফাইল পাবেন,ক্লিক করুন..ok ক্লিক করুন.. flash into recovery ok দিন,এখন রিকভারি মুডে ফোন অন হবে..কাজ শেষ..এখন recovery mod এ অন হওয়ার পরে..আপনি backup/restore এ যাবেন..ওখানে প্রথমেই backup সিলেক্ট করুন..আপনার rom backup হয়ে যাবে..একটু সময় লাগবে..backup টি sd card এ ( clock work mod ) নামে folder এ থাকবে..নিরাপত্তার জন্য আপনি ( clock work mod ) folder টি পুরোটা কপি করে রাখতে পারেন pc বা অন্য কোথাও ..এর পরে..cwm recovery mod এ যেতে হলে আপনাকে..ফোন অফ করে..volume উপরের botton এবং power botton একসাথে চেপে অন করতে হবে.. তাহলেrecovery mod এ অন হবে..আপনি volume + - দিয়ে উপর নিচে..এবং power botton দিয়ে select করতে পারবেন... ফোন brick হলে.. recovery mod এ যেয়ে যখন তখন backup টি restore করতে পারবেন..আপনার ফোনটি আবার আগের মতো হয়ে যাবে..তবে restore করার সময়..( clock work mod).. folder টি আপনার sd card এ থাকতে হবে..যেমনটি backup করেছিলেন ঠিক তেমনি..ভিতর থেকে কোনো ফাইল যেন delete না হয়... এরপর..enjoy root..with..font change/custom rom/ram expand..ইত্যাদি..ইত্যাদি..& ইত্যাদি..no problem...
Posted on: Sat, 29 Mar 2014 03:37:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015