warning: গল্প আকারে বড়। আমার - TopicsExpress



          

warning: গল্প আকারে বড়। আমার ক্যাম্পাসের এক ছোট ভাই এর কাছে গল্প প্রায়ই শুনি । তার প্রিয়তমাকে নিয়ে তার কত কত স্বপ্ন-- এসবের গল্প।। পোলারে বলে মাইয়া খুব ভালবাসে।। আমি মনে মনে বলি ' কোনদিন যে ছেঁকা খেয়ে আমাকে তোর গল্প শুনানো বন্ধ হয়!!!!!!" বাট সবার গল্প যে শুধু আমার মত হবে এটাও তো হতে পারে না ।। সত্যি কথা মাঝে মাঝে bore হলেও ওর গল্প শুনতে overall আমার ভালই লাগে।।একদিন মনটা খারাপ ছিল,ছেলেটা এসে প্যাঁচাল শুরু করল। ছেলেটা আমাকে জিজ্ঞেস করল,” -- ভাই, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আপনার কোন স্বপ্ন নাই?” (ছেলেটা তখন জানত না যে I m single now) --হ্যাঁ , আছে তো।। আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে সিগারেট খাব।।(নোটঃ I m not a smoker) -- ভাই কি যে বলেন, এটা এবার কোন স্বপ্ন হল নাকি!!!!!! (আসলে ছেলেটার মত আপনারাও আমার স্বপ্নটাকে আজব মনে করতে পারেন) তাহলে প্রথম থেকেই শুরু করই— ইদানীং আমার সাথে একটু আজব ঘটনাই ঘটছে । বাসের কন্ডাক্টর আমার কাছে ভাঁড়া চায় না ।। আমিও গাড়ি ভাঁড়া না দিয়ে দিব্যি বাসভ্রমন করে যাচ্ছি। এইতো মাস খানেক আগে বালিয়াডাঙ্গি থেকে ঠাকুরগাঁও আসলাম ,কিন্তু সেদিনও কন্ডাক্টর আমার কাছে ভাঁড়াই চাইলো না।। গাড়ি থেকে নেমে কিছু পথ হাঁটার পর আমার মন্যুষত্তের ভবোদয় ঘটল। ফেরত গিয়ে কন্ডাক্টরকে ভাঁড়া দিয়ে আসলাম।। । এরপর পরে একদিন ক্যাম্পাস থেকে বাড়ি ফিরছিলাম।। বাসের ভেতরে প্রচণ্ড ভিড় থাকায় আমি বাসের ছাদে উঠলাম।। । আসলে বাসের ছাদে বসে ভ্রমন করার মজাটাই আলাদা রকম।। যারা ভ্রমন করেছে তারাই ভালো জানে।। বাসের ছাদে বসে বাড়ি ফেরার মজাটা বেশিক্ষণ নেয়া হয়নি ,এমন সময় ছাদের কন্ডাক্টর বলে,"মামা ভাঁড়া দেন!!" আমি বললাম "কত?" --৬০ টাকা। --গাড়ির ভেতরে আর ছাদে কি একই ভাঁড়া নাকি?? --জী ,হ্যাঁ ।। মেজাজটা গেল খারাপ হয়ে।। শালার লগে কিছুক্ষণ তর্ক বিতর্ক করে অবশেষে ৪০ টাকা ভাঁড়া দিলাম।। কন্ডাক্টরের এরূপ ব্যবহারে আমার আগ বাড়িয়ে ভাঁড়া দিয়ে আসার মন্যুষত্তের ভবোদয় আর কখনও ঘটবে না—এটা ভালই বুঝতে পারলাম।। এরপর আমি আবার আমার journey enjoy করতে শুরু করলাম।। আসধারন একটা দিন মনে হয়েছিল আমার কাছে। বাসের ভেতর থেকে প্রকৃতির অপার সৌন্দর্য কখনই ঠিকমতো বোঝা যায় না । চিরসবুজ মাঠের মাঝে সারি সারি গাছের ভেতর দিয়ে দ্রুতবেগে ছুটে চলা যেন মনে আলাদা রকম একটা শিহরণ জাগায়। মনের মাঝে হাল্কা কষ্ট মিশ্রিত ভালোবাসা অনুভব করতে শুরু করলাম। মনে হচ্ছে আমি যেন কাউকে খুব মিস করছি। খুব আপন কাউকে। সেদিনই বুঝতে পারলাম ‘love aaj kal’ সিনেমার মর্ম। কিন্তু সে যতদিন ছিল ততদিন পর্যন্ত কোন GolmaL আমি কারও সাথে করিনি। “স্বাগতম ঠাকুরগাঁও জেলা” -এসব কথা ভাবতে ভাবতে ফলকটি চোখে পড়ল। নিজের মাটির গন্ধই যেন মনে সুখ এনে দেয়। ফলক পেরুলেই বিশাল ধানক্ষেত চোখে পরে। বাসের ছাদ থেকে সূর্যের অন্তিম আলোয় ধানক্ষেতটি আরও সুন্দর লাগছে। এমনি একদিনে আমি আর আমার সেই ভালবাসার মানুষটি আমার Pajero তে করে এই ধানক্ষেত এর সামনে কিছুক্ষণ দাঁড়াব । গাড়ির বনেটের একপাশে দুজনে দাড়িয়ে সূর্যাস্ত দেখব। সূর্য যখন পশ্চিম আকাশকে লাল করে ফেলবে ঠিক তখন আমি ওর সামনে সিগারেট ধরাব। ও আমাকে জিজ্ঞেস করবে “তুমি এখন সিগারেট খাচ্ছ কেন?” আমি বলব—“জানো সিগারেটটার নাম কি! স্টার সিগারেট।” সে হয়তো বলবে –“এতো ব্র্যান্ড থাকতে ,তাই বলে এই ফালতু ব্র্যান্ডের!!!!” তখন তাকে বলবো—“যেদিন প্রথম সিগারেট খাই, সেদিন আমার কাছে টাকা ছিল কিন্তু আমি স্টার সিগারেটই কিনেছিলাম । কেন জান? স্টার তোমার জীবনেরও ফার্স্ট সিগারেট ছিল (সে কোন একসময়য় তার চাচ্চুর সিগারেট লুকিয়ে খেয়েছিল -এ কথা আমাকে বলেছিল )। আর আজ এই সিগারেটই আমাদের লাইফ এর শেষ সিগারেট। if u want I can share it with u ” সবার কিছু ইউনিক স্বপ্ন থাকে। আর এটা আমার। সময়স্রোতে মানুষ হারিয়ে যায়,কিছু স্মৃতি আর স্বপ্ন আমরা কখনই মুছতে পারিনা।
Posted on: Mon, 30 Sep 2013 18:14:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015