অতি গুরুত্বপূর্ণ - TopicsExpress



          

অতি গুরুত্বপূর্ণ পোষ্ট। আশা করি সবাই একটু ধৈর্য্য সহকারে পড়বে,,,,,,, সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই,,,, কয়েকদিন পরপর ই একটা গুজব শোনা যায় যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল নাকি প্রকাশ হয়েছে। অনেকে এমনও বলতেছে যে, প্রথম মেরিট লিষ্টে চান্স ও পেয়ে গেছে। দয়া করে এসব গুজবে কেউ কান দিবে না। অনেক গ্রুপে এবং পেইজে ছাত্রছাত্রীদের রোল এবং পিন নাম্বার চেয়ে পোষ্ট দিয়েছে এই বলে যে, তারা রেজাল্ট দেখে দিবে। সবার প্রতি আমার অনুরোধ, এই ভূলটা কেউ ভূলেউ করবা না। কাউকে তোমার পিন নাম্বার দিয়ে দিলে সে তোমার ভয়াবহ ক্ষতি করতে পারে। খুব সহজেই সে তোমার ভর্তি আটকিয়ে দিতে পারে। কেউ যদি পিন নাম্বার চায়, তাহলে নিঃশন্দেহে বুঝতে হবে যে, তোমাকে ব্লেকমেইল করে টাকা নেওয়া বা অন্য যে কোন খারাপ উদ্দেশ্য নিয়ে চাচ্ছে। । । আমার জানা মতে রেজাল্ট দিবে আগামী ২৭শে জানুয়ারি। আর যদি এর আগে রেজাল্ট দিয়েই দেয়, তাহলে তা nu.edu.bd এই ওয়েব সাইটে প্রকাশ করা হবে। আর যে কোন সময় রেজাল্ট দিয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য app.nu.edu.bd/nu-web/applicantLogin.a ction এই লিংকে ক্লিক করে এডমিট কার্ডে উল্লেখিত রোল নাম্বার ও পিন নাম্বার দিয়ে লগইন কর। এখানে তোমার যাবতীয় তথ্য উল্লেখ করা আছে,,,তুমি চান্স পেয়েছ কি না, পেয়ে থাকলে কোন সাবজেক্টে পেয়েছ? ইত্যাদি। এমনকি তোমার দেয়া কোন তথ্য ভূল থাকলেও এখান থেকে তুমি তা সহজেই সংশোধন করে নিতে পার। । এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্টস বক্স তো আছেই। post copy by Sohel
Posted on: Tue, 06 Jan 2015 07:06:33 +0000

Trending Topics




© 2015