অধ্যাপক ড. মুহাম্মদ - TopicsExpress



          

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুছকে সম্মাননা জানাল “বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদ” হায় হায়..... এসব কি শুনি!!?? সারাজীবন আমাগো সরকার এবং তার আবালরা কইল ইউনুছ নাকি রাজাকার, আমেরিকা, বিশ্বব্যাংক এসবের দালাল। আর এখন উনারা দিতাছেন সংবর্ধনা। আমার মাথা দেখি পুরাই আউলা-জাউলা হইয়া যাইতাছে........... “অধ্যাপক মুহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের চেতনার সর্বশ্রেষ্ঠ বাহক। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সম্পদের সুষম বণ্টন ও মেহনতি মানুষের মুক্তি। ইউনূস তাঁর গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সেই কাজটিই করেছেন। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী, যাঁরা ইউনূসকে অসম্মানিত করছেন, তাঁরা মুক্তিযুদ্ধবিরোধী পক্ষ।” - অধ্যাপক আসিফ নজরুল, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
Posted on: Wed, 18 Sep 2013 14:23:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015