অনেকেই বলেছেন যে তারা - TopicsExpress



          

অনেকেই বলেছেন যে তারা এন্ড্রেয়েড jelly bean 4,2/4,2,1/4,2,2 দিয়ে ফ্রী নেট চালাতে পারেন না। (airtel দিয়ে,ট্রিক বিডি ট্রিকেও এক অবস্তা ছিল। আমি ব্যবহার করতে পারিনি। কারন সেখানে বলা ছিল পেকেজ কিনতে,mb রাখতে। কিন্তু mb শেষ তো ফ্রী শেষ ।আর চিন্তা নেই আজ আমি নিয়ে আসলাম সেই ট্রিক। টাকা / mb কিছুই লাগবে না। শুধু লাগবে airtel সিম আর কিছু কাজ। তবে আমি সিওর হয়ে বলবো না এটার আবিষ্কারক আমি,কারন এই লেখা দেখেই কিছু ছাগু এসে চিল্লালু সুরু করবে।আর বলবে এটা সে ২ বছর আগে থেকেই ব্যবহার করছে। তবে এটা সিওর আপনি এটা আর কোথাও পাননি/ দেখেননি। কাজের কথায় আসা যাক। (কারন এটা মিক্স করে বানাইছি। কোথাও থেকে পাইনি। ) ১,প্রথমে access point খুলুন এই ভাবে। Name:যা খুশি। (নিজের নাম দিয়ে দিয়েন) proxy:37.228.107.241 Port:80 apn:airtelinternet Apn type:default Server:tipstune এটা এক্টিভ করুন। ২,opera next handelar ( না থাকলে এখান থেকে download করে নিন। nextwap.net সরাসরি লিঙ্ক দিতে না পারায় sorry. তারপর এটা আনলক করবেন nextwap.net এই কোড দিয়ে। তারপর হ্যান্ডেলার app নিচের মতো কনফিগ করুন front query: 0.facebook@ proxy type: host proxy server: 0.facebook:80/ তারপর 0. facebook নামে টেব খুলুন। কমেন্ট বক্সে লিখুন hideipproxy অথবা hideme. be/ এই খানে গিয়ে আগের মত আড লিখে সাইডে গিয়ে download দিন। বিগ ফাইল download হয়। আমি সম্পুর্ন করিনি download করিনি,তবে download start করে ট্রাই করেছিলাম। আর বের হবার সময় exit করে বের হবেন। স্পিড এর বেপারটা ভালই। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। সবার সুস্থতা কমনা করি।
Posted on: Wed, 13 Nov 2013 16:08:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015