অনেকেই বলে ফেসবুক এ - TopicsExpress



          

অনেকেই বলে ফেসবুক এ এতরাতেও কি কর....? আরে ভাই তুমিওতো আছ.....! নাইলে আমারে পাইলা কেমনে..!? তাও বিশুদবার আর শুক্ররবাইরা রাইতো পইরাথাহি......! হপ্তার ৫ দিন আফগানের গাধার মত খাটি...... রাতে লেপটপ অন করি কিন্তু কখন ঘুমাই যাই টেরও পাইনা অনই থাকে....! বই ধরমো কহন....!? ফেসবুক কি শুধু বন্ধ/বান্ধবি টুকাইবার জায়গা....!? “কানেক্টিভিটি মেক প্রোডাক্টিভিটি” .... আন্ডা বাচ্চা প্রোডাকশন দেবার কথা কইনাই...! নেটতো কানেক্ট থাকে তাই ফেসবুক অন থাকে..... মেইল অন থাকে, টেক-প্রিয়.কম অন থাকে (সমসাময়িক তথ্য/প্রযুক্তিসংক্রান্ত জাকারিয়া স্বপন মহোদয়ের এবং তার টিম), লিংকডইন অন থাকে, বিডি জবস ও প্রথম-আলোজবস.কম অন থাকে, সম-প্লাটফর্মের বিভিন্ন অফিসিয়াল ফেসবুক পেজগুলোতে ঢু মারি, যদি কোন একটা জব এর মেইলে আসে, যদি একটা ভাল সার্কুলার পাই.... IBB (Institute of Bankers Banglades, Banking Diploma) ফেসবুক পেজ এ ঢুমারি বড় ভাই বোনদের দেয়া আর্টিকেল/টপিকস/রেফারেন্সগুলো রিডিং পইড়ালাই এর থেইকা মনে থাকলে পরীক্ষায় যা পারি দেই, খারাপ না ভালই হেল্প হয় সংক্ষিপ্ত আকারে মুল বিষয়টা লিখে রাখে, চোখ-কান-নাক অন থাকে, আদবের সাথে বলছি এরপর সব অফ থাকে (নট আইসোলেটেড)....! আরে ভাই কুদ্দুরদো হজাগ থাহন লাগব নাকিতা-..........!? না আমারে আইন্না গর দিয়া যাইব মাইনসে........! ছোড বড় যায় পাইছি সব নিজের চেষ্টাওষ্টায় পাইছি....কেউ আমারে দিছেনা...... ভাইরে... হগিরের পা-ও লক্ষী... আমি ঢু-মারি দুয়ারো দুয়ারো.... যদি পাইয়ালাই...... একটা দরজা খোলা আছে, জানি কাউকেই ফেরায়না....... তুমিও চেষ্টা কর দেখবে খালি হাতে ফিরবে না.......!
Posted on: Fri, 28 Nov 2014 21:40:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015