অনেক ছেলেরা হয়তো অনেক - TopicsExpress



          

অনেক ছেলেরা হয়তো অনেক সময়, হরতালের ভয়াবহতার কথা চিন্তা করে পরীক্ষার আগের দিন বা তারও আগে হলে এসে কোন পরিচিত হলফ্রেণ্ডের কাছে থাকতে পারে । (যদিও হুট করে হরতাল দিলে তাও সম্ভব হয়না, আবার এখনতো হরতালের আগের দিন বিকেলেও বাইরের পরিস্থিতি খারাপ থাকে।) আর,আমাদের কতগুলো মেয়েদের হল !! এমনিতে তো কখনোই অনাবাসিক মেয়েদের হলে ঢুকতে দেয়না, হরতালের আগের দিন আরো বেশি কড়াকড়ি করে । আমি বুঝিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো সব স্টুডেন্টের জন্য আবাসন ব্যবস্হা নিশ্চিত করতে পারেনি, সেখানে ভার্সিটির একজন ছাত্রী অন্তত হলে ঢোকার অধিকার কেন পাবেনা ! যেহেতু, বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল হরতালে পরীক্ষা নিবেই বলে দৃরপ্রতিজ্ঞ, প্রশাসনের উচিত সকল ছাত্রছাত্রীর জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকল্প কোন ব্যবস্থা নেওয়া অথবা হরতালে পরীক্ষা না নেওয়া । কারণ, হরতালের এখনকার যা অবস্থা, তাতে যেকোন একজন স্টুডেন্টের কোন দুর্ঘটনা হলে, তার দায় কে নিবে? আর দায় নিলেই বা কি? যে পরিবার কাউকে হারায়, একমাত্র তারাই জানে প্রিয়জন হারানোর ব্যাথা কি!!! Tantri Halder
Posted on: Fri, 08 Nov 2013 23:02:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015