অনেক দিন পর মোবাইলটাতে - TopicsExpress



          

অনেক দিন পর মোবাইলটাতে অন্য এক রিংটোন বেজে উঠলো। গায়ে শিহরণ এলো, মনে জাগলো অন্য এক অনুভুতি। এই মোবাইলের ছোট্ট স্কীনে তাকিয়েছি কতকাল। একটি ফোনের আশায় বা একটি এসএমএস। আসেনি কখনো। আমি নিশ্চিত হয়েছিলাম আসবেও না কখনো। কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমান করে, অনেক অপেক্ষার পর ফোন আসলো। আমি ভাবতে পারছি না কি করব। ধরবো নাকি বাজবে। সব ভুল ছিল আমার। তা আমি জানি। আর তাই তো প্রাশ্চিত্ত করে যাচ্ছি প্রতিনিয়ত। ছয় বছর পূর্বের ঘটনা। তখন সিলেটের জিন্দাবাজারে থাকতাম। ইচ্ছে করেই ফোন দিলাম অচেনা এক নাম্বারে। আর তারপর থেকেই শুরু হলো জীবনের ভুল অধ্যায়। নাম্বারটি ছিল একটি মেয়ের। প্রথম অবস্তায় হায়, হ্যালো বললাম। কিছু দিন যাবার পর মেয়েটি বলল দেখা করার জন্যে। বাসার সামনেই দেখা করার কথা বললাম। তবে একটুখানি দূরে একটি দোকানে। অনেক্ষণ দাঁড়িয়ে থাকার পর এদিক ওদিক তাকাতে ছিলাম। একটি রিক্সা থামল দোকানটির সামনে। রিক্সা থেকে নামল সাদিয়া। আমার বন্ধু আবিরের বোন। একটু এগিয়ে গিয়ে সাদিয়া কে বললাম- >>আরে সাদিয়া ? >>তুহিন ভাইয়া না? >>হ্যা। ঠিক ধরেছিস। কেমন আছিস ? >>ভাইয়া ভালো। আপনি কেমন আছেন ? সেই কবে আমাদের ওখানে গিয়েছিলেন তখন দেখেছিলাম। আজ অনেক দিন পর আবার দেখলাম। >>হ্যা, ভালো। তা এখানে কেন ? >>না অমনি আসলাম। >>হুম, সত্যি অমনি ? নাকি কিছু কিনতে আসছিস ? >>হ্যা, সত্যি অমনি। কিছু কিনতে নয়। >>কোথায় যাবি এখন ? আম্মু অসুস্থ দেখতে যাস। আর দুয়া করিস। >>বাসায় যাব, আজ বিকালে দেখতে আসবো। এখন যাই ভাইয়া। >>হ্যা, আসিস কিন্তু আর আন্টিকেও নিয়ে আসিস। অনেক্ষণ সাদিয়ার সাথে কথা বললাম। সে চলে গেল কিন্তু মৌ এখনো আসেনি। মোবাইলটাও বন্ধ করে রেখেছে। বাসায় চলে এলাম। সন্ধার পর মৌ ফোন দিল। আমি ফোন ধরে অভিমানের সুরে বললাম- >>কি এলে না কেন ? আমাকে দাঁড় করিয়ে রাখলে আবার মোবাইলটাও বন্ধ রেখেছ। >>আমি এসেছিলাম। কিন্তু....... >>কিন্তু কি? বল ? >>আমার ভাইয়ার বন্ধু, তুহিন ভাই সেখানে দাঁড়িয়ে ছিল। তাই চলে এসেছি। আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। একি করলাম আমি। আবির তো আমার বন্ধু না, ভাইয়ের মত। আমি বললাম- >>তুমি মৌ নাকি সাদিয়া ? >>হ্যা, তোমাকে তো আমি এই নাম বলিনি। জানলে কি করে ? >>সাদিয়া আমি তুহিন। >>সরিইইইইইই ভাইয়া......... .... সাদিয়া আর কিছু না বলে ফোনটা কেটে দিল। এরপর নাম্বারটি পুরোদমে অফ। আজ অফ, কালও অফ। আন্টি একা আম্মুকে দেখতে এসেছিল রাতে। সাদিয়া আসেনি। আজ চার বছর পর তার দেয়া ফোন বেজেই চলেছে। কেন আবার স্মরণ করলো সে? অনেক কিছু ভেবে ফোনটা রিসিভ করলাম। >>হ্যালো ? >>ভাইয়া আমি সাদিয়া। >>হুম। >>আগামী সপ্তাহের শুক্রবার আমার বিয়ে। আসবেন প্লীজ। আমি কিছু না বলে ফোনটা কেটে দিলাম। সেই সাথে সিমটা অফ করলাম চিরদিনের জন্য। কেমন ভালবাসা জন্ম নিল বুকে? কেন বার বার বলতে চেয়েও বলা হলো না? না বলা কথা, থেকে গেল আজও না বলা। লিখা ___Imrân Imrân Emøn (অশ্রু)
Posted on: Mon, 19 Jan 2015 07:04:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015