অনেকেরই ধারনা আমি একটা - TopicsExpress



          

অনেকেরই ধারনা আমি একটা ফালতু মাইয়া । ফেবুতে ইস্ট্যাটাস মারা ছাড়া আর কোন কাজই আমি ঠিকভাবে করতে পারি না । অনেকটা তাদের ভুল প্রমাণিত করতেই আমার ঢাকা আসা । অস্বীকার করবো না ,নিজেকে খুব ট্যালেন্টড ভাবতাম আমি । ম্যাথ আমার সব থেকে প্রিয় সাবজেক্ট । কিন্তু এইখানে হোষ্টেলের এই আড়াই ফুটের বিছানায় পড়ে থেকে সেই পছন্দের কতটুকু মূল্যায়ন করতে পারব সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান । যাই হোক অনেক দিন পর ফেবুতে আসলাম । কেমন আছ বন্ধুরা ?
Posted on: Fri, 05 Jul 2013 07:00:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015