অনেক সময় দামি কথা বারবার - TopicsExpress



          

অনেক সময় দামি কথা বারবার শুনতে শুনতে আমরা তার গুরুত্ব হারিয়ে ফেলি। যেমন অহংকার আল্লাহর চাদর বা যার মধ্যে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না... ইত্যাদি। এমন আরো অনেক কথা আমরা হর-হামেশা শুনে থাকি। কিন্তু আমরা কি একটু সময় নিয়ে নিজের অন্তরটা হাতড়ে দেখি যে আমাদের ভেতর অহংকার আছে কি না। নিজেকে অহংকারমুক্ত রাখার জন্য আমরা কি কিছু করি? ওমর রা. একদি হঠাৎ মিম্বরে উঠে বললেন, আমি এক সময় রাখাল ছিলাম,সামান্য অর্থের বিনিময়ে মেষ চড়াতাম... ইত্যাদি। অন্যরা জিজ্ঞেস করলেন হঠাৎ কেন আপনি এগুলো বললেন? তিনি জবাব দিলেন যে তার বর্তমান অবস্থা নিয়ে তার মধ্যে অহমিকাবোধ জেগে উঠছিলো; তাই তা দমনের জন্যই তিনি এমনটি করেছেন। আমরা কি এমন কিছু করি? আমরা দৈনিক কতোবার তাওবা করি?কতোবার অহংকার থেকে পানাহ চাই? যাদের সাথে আমাদের দৈনিক কাজ-কর্ম করতে হয় তাদের সাথে আমাদের আচরণগত অনেক ভুলত্রুটি হয়ে থাকে। কখনো কি তাদের কাছে মাফ চাই। আমার অফিসের পিয়ন কিংবা বাড়ির দারোয়ানের কাছে কি আমরা কোনো দিন বলেছি, ভাই তোমার সাথেও অনেক সময় আমার অন্যায় আচরণ হয়ে থাকতে পারে, আমার কোনো আচরণে কষ্ট পেলে মাফ করে দিও...। আসুন আজ থেকে শুরু করি। আমাদের প্রতিটি আচরণের প্রতি খেয়াল রাখবো যেন তাতে অহমবোধ প্রকাশ না পায় এবং প্রতিদিন আমরা আমাদের অহমবোধকে অবদিমত করার জন্য কিছু না কিছু করবো। য়াল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন এবং এই ভয়ংকর রোগ থেকে সুস্থতা দান করুন। -sean publication
Posted on: Sat, 17 Jan 2015 07:44:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015