অন্যান্য জেলার - TopicsExpress



          

অন্যান্য জেলার মতোই ঢাকা চট্টগ্রাম রুটের বাস বন্ধ, ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও টিকেট ছিলো সোনার হরিণ। ৩২০টাকার টিকেট কালো বাজার থেকে কিনলাম ৮০০টাকা দিয়ে। ৬ঘন্টার দূরত্ব ১০ঘন্টায় অতিক্রম করে অবশেষে ঢাকার মাটিতে। গুলশান গিয়েছিলাম, অবস্থা খুব একটা সুবিধারনা! প্রতিটা পয়েন্টে পয়েন্টে পুলিশের চেকপোস্ট, বেশ কিছু স্থানে বিশাল সামিয়ানা টানিয়ে আওয়ামীলীগের অবস্থানও চোখে পড়েছে, সামিয়ানার নিচে মানুষের সংখ্যা হাতে গোনা চার-পাঁচ জনের বেশি হবেনা। গুলশান এলাকায় রিক্সা চলাচলও বন্ধ, অফিসগামী মানুষ পায়ে হেটেই গন্তব্যে ছুটছে। মেইনরোডে দেখলাম ফাঁকা রাস্তা পেয়ে দূর্দান্তবেগে ছুটছে অসংখ্য প্রাইভেট কার। ভাবটা এমন- আমরা গাড়ি বের না করলে বিরোধী দল আগুন লাগাবে কিসে! বিরোধী দলের প্রতি গাড়ি মালিকদের এতো মহব্বত দেখে ভালোই লাগছিলো। সার্বিক অবস্থা যতটুকু বুঝলাম, নিরস্ত্র মিছিল নিয়ে ম্যাডাম জিয়াকে মুক্ত করা একপ্রকার অসম্ভব ব্যাপার। হ্যা সেটাও সম্ভব হবে, তবে সেক্ষেত্রে ব্যাপক প্রাণহানীর আশংকা থেকেই যায়। ক্ষমতার মসনদের জন্য আরেকটি গণহত্যা চালাতে এ সরকার দুইবার চিন্তা করবেনা। প্রয়োজন আরেকটি সিপাহী জনতার অভ্যুত্থান অথবা ইদুর বিড়াল খেলার মাধ্যমে সরকারকে ব্যস্ত রাখা। আপাতত এর বাইরে করার মতো কিছুই দেখছিনা। বিশ দলীয় জোটের পরবর্তী কর্মসূচীর দিকেই এখন দৃষ্টি নিবদ্ধ করছি, সরকারকে আতংকে রেখে আরো বেশ কিছুদিন সরকারী হরতাল চালু রাখতে পারলেই মোটামুটি মানের রেজাল্ট অর্জন করা সম্ভব হবে বলে মনে করি। তারপরে আসতে হবে বিরোধী জোটের ধারাবাহিক অবরোধ। অর্থনীতির চাকা পুরোটাই স্তব্ধ করে দিতে হবে। বিশ্ব ইজতেমার জন্য আন্দোলন কর্মসূচী স্থগিত করা কোনো ক্রমেই ঠিক হবেনা। ফিরাউনকে ক্ষমতার মসনদে বসিয়ে তুরাগ পারে পিকনিক করলে ইসলামের দুই পয়সার উপকার হবেনা, বরং ফিরাউনের অবস্থান সুসংহত হবে, মসজিদ-মাদ্রাসা বন্ধ হবে, জিহাদী বইয়ের নামে ইসলামী সাহিত্য জব্দ করা হবে, আলেম ওলামাদের ফাঁসিতে ঝোলানো হবে। - Shamim Reja
Posted on: Mon, 05 Jan 2015 04:36:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015