অন্যতম বাংলা ডায়ালগস - TopicsExpress



          

অন্যতম বাংলা ডায়ালগস (Upgraded) 1. চৌধুরি সাহেব, আমি গরীব হইতাম পারি কিন্তু আমারও ফেসবুক আইডি বইলা একটা জিনিস আছে আছে (ইলিয়াচ কানচন) 2. তোর মত প্রোফাইলপিকচার-Less পাবলিকরে রিপোর্ট বাটন দিয়া বটি-কাবাব বানানো উচিত (মান্না) 3. আবেগে আবেগে, আমার আবেগে এত ট্যাগিং আহে ক্যারে? (মোশারপ কারিম) 3. কুপা শামচু কুপা, কুপা লাইক কুপা (আলেক্সান্ডার) 4. আম্মাজান আম্মাজান, চোখের মনি আম্মাজান, মোবাইলটা ফেরত দেন - ফেবু চেকইন করি নাই, ও আম্মাজান...(Also মান্না) 5. ভালো আছি ভালো থেকো, আমার স্ট্যাটাসে লাইক দিও (সালমান শাহ) 6. নটিফিকেশন এক জায়গা দিয়ে ঢোকে, অন্য জায়গা দিয়ে বের হয় (অভিষেক বাচ্চান) 7. তুম হি হো, আব তুম হি হো, মেরে ব্লক লিস্ট মে, আব তুম হি হো... (আরজিৎ সিং) 8. We are looking for ট্যাগ দেয়া পোলাপাইনস... (বাবর) 9. আপনি লাইক করুন, আর আরো তিনজনকে বলুন লাইক করতে। আর তাদেরকেও বলুন আরো তিনজনকে লাইক করতে বলতে...( সালমান খান) 8. নাম হে রাজ, কমেন্ট তো দেখা হি হোগা...(শাহরুগ খান) 9. প্রত্যেক শিশুই সমান ট্যালেন্টেড, সবাইকে সমান হারে লাইক দিন, তারে জামিন পার...(আমির খান) 10. ইয়ান্না রাসকালা, মেরি স্টেটাস মে লাইক কিউ নেহি দিয়া?...( রাজনী কান্ত) 11. Im back, like me back...(আর্নল্ড শোর্জনিগার) 12. এই যে ভাঙ্গা প্রোফাইল, বিরোধি দলের সন্ত্রাসীরা এর গেট ধরে নাড়াচড়া করে। এবং আমাকে বলা হয়েছে তারা এর প্রোফাইল পিকচার ধরে নাড়াচাড়া করে (মখা আলমগীর) . √ বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে আপনার? কমেন্ট (Comment) করতে ভূলবেন না আপনার যদি লিখতে কষ্ট হয়, তাহলে সংক্ষেপে T=(thanks). G=(good). B=(bad). N=(nice). O=(osthisr). J=(Joss), F=(Fatafati), H=(Hot), D=(Darun) লিখে কমেন্ট করবেন তাহলে পরে আর ভাল পোষ্টে নিয়ে হাজির হব ধন্যবাদ
Posted on: Sun, 07 Dec 2014 13:49:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015