অপেরা মিনিতে ডাওনলোড - TopicsExpress



          

অপেরা মিনিতে ডাওনলোড ফেইল হলে সাধারণত আরেকবার restart দিতে হয় । এতে অনেক সময় ও ইন্টারনেট প্যাকেজের অপচয় হয় । যেমন কেউ ১০০ mb এর একটি ফাইল ডাওনলোড করছেন .... ৮০ mb ডাওনলোডের পর ফেইল হল । তখন আবার restart দিতে হয় কিন্তু কিছু টিপস ফলো করে আবার ৮০ mb থেকেই ডাওনলোড শুরু করা সম্ভব । যারা জনেন না তাদেরজন্য এই টিপস গুলো পোস্ট করছি আর যারা জানেন তারা দয়া।করে উল্টো পাল্টা কমেন্ট করবেন না । ধরেন আপনি একটি ফাইলdownload করছেন যার নামvice city ফাইলটি download complete হওয়ার পূর্বেই failed হল ।২। download failed হওয়ার পর আপনি retry /restart করবেন না । ৩। opera mini মিনিমাইজ করুন । তারপর filemanager এ যে ফোল্ডারে brokenফাইলটি আছে সে ফোল্ডারে যানএবং ফাইলটি rename করুন । যেমন -আগে ছিল vice cityকরে করুন vice city 25 .নামেরসাথে শুধু 25 দিয়েছি ।৪। আবার opera mini তে যান এবং ঐফাইলটি retry / restart করুন । কিছুক্ষণের মধ্যে এটি 0.1mb downloaded দেখাবে । এবার download pause করুন ।৫। এবার opera mini মিনিমাইজ করুন ।তারপর file manager এ ঐফোল্ডারে যান । দেখতে পাবেন ২টিফাইল । ১ টি আপনি rename করেছিলেন , অন্যটি আপনি pause করেছেন যার সাইজ প্রায় 0.1 mb ৬। pause করা ফাইলটির নাম যেকোনকিছু দিন (যার সাইজ ০.১ mb ) এবং পূর্বে যে ফাইলটি rename করেছিলেন (যার সাইজ বেশি )সেটি rename করে আসল নাম দিন ।যেমন আপনি নামের সাথে 25 দিয়েছিলেন , সেই 25 ক্লিয়ারকরে দিলেই হল ।৭। এবার opera mini তে যান , download resume করুন এবং ম্যাজিক দেখুন । এবার অপেরা মিনিমাইজ করে ফাইল ম্যানেজারে গিয়ে ০.১ mb এর ফাইলটি ডিলিট করে দিন.. ( কিন্তু বড়টি ডিলিট করবেন না)। আপনি মোবাইল বন্ধের পর কিংবা অনেক দিন পরও এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন ।১-২ বার চেষ্টা করুন । সহজ * অনেক বড় পোস্ট লিখতে হয়েছে । ভুল ক্রটি ক্ষমা করবেন ।
Posted on: Tue, 22 Jul 2014 16:03:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015