অবশেষে আমাদের ভার্সিটির - TopicsExpress



          

অবশেষে আমাদের ভার্সিটির ২০১৪-১৫ সেশনের ভর্তি পরীক্ষা সুসম্পন্ন হল আজকের বানিজ্য অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যাবস্থা সুষ্ঠভাবে পরিচালনা করতে পারার জন্য। এবারই প্রথমবারের মত ভার্সিটি প্রশাসন যেসব সুন্দর ও যুগোপযুগী পদক্ষেপ হাতে নিয়েছে- (১) ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাস এলাকায় খাবারের দোকানে ভর্তি পরীক্ষা উপলক্ষে ব্যাবসায়ীদের অতিরিক্ত খাদ্যমূল্য বন্ধে আইন করা। (২) ভুলে ভরা সাজেশান সীট বিক্রয়ে নিষেধাজ্ঞা ও শাস্তির ব্যবস্থা। এর মাঝে দ্বিতীয় উদ্যোগটি কতৃপক্ষ প্রনয়ন করার পিছনে CU Admission Test Help Desk সচেষ্ট ছিল। তবে ভার্সিটির হলে ভর্তি পরীক্ষার্থীদের থাকা নিষিদ্ধ করা অতটা ভাল সিদ্ধান্ত ছিল না বলে মনে করি। যদিওবা এই নিষেধাজ্ঞার পরেও কেউ কেউ হলে ঠিকই থেকেছে। তবুও অনেক পরীক্ষার্থীকে বিপাকে পড়তে হয়েছে। আমরা চেষ্টা করেছি পুরো সময়টা জুড়ে আমাদের জুনিয়রদের পাশে থাকতে। তবে এটি আসলেই কষ্টসাধ্য ১২ জন এডমিনের প্রায় ১৯ হাজার ফ্যানের চাহিদা মেটানো। আমাদের এই চলার পথকে সহজ করেছে পেজ এডমিনদের বাহিরেও আমাদের ভার্সিটির অনেক ভাই বোন, আমাদের পেজে পরীক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের রিপ্লায় দিয়ে। তবে সেক্ষেত্রে কেউ কেউ ভুল উত্তর দিয়ে ভুল বশত: কিছুটা বিভ্রান্তি তৈরী করেছেন যা আমাদের নজরে পড়া মাত্র সঠিক উত্তরটি জানিয়ে দিয়েছি। CU Admission Test Help Desk এর যাত্রায় এটি ছিল দ্বিতীয় ভর্তি পরীক্ষা। আমরা আমাদের শত ব্যাস্ততার মাঝেও সব সময় সাধ্যমত চেষ্টা করেছি জীবনের এই গুরুত্বপূর্ন মূহুর্তে আমাদের ছোট ভাই বোনদের গাইডলাইন, অনুপ্রেরণা, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে তাদের দুর্গম পথকে যেন সরল করে দেওয়া যায়। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস থেকে যদি ২জন শিক্ষার্থীও উপকৃত হয়ে থাকে তবেই আমাদের স্বার্থকতা। পেজ চালাতে গিয়ে অনেক সময় একই প্রশ্নের উত্তর বারবার সবাইকে দেওয়া এবং কিছু অযৌক্তিক প্রশ্ন কাউকে কাউকে করতে দেখে যথারীতি আমাদের কম বিরম্বনা পোহাতে হয়নি। এছাড়া অনেক কষ্টে লেখা আমাদের পোস্টগুলো যখন অন্যান্য অনেক পেজ চুরি করে তাদের পেজে (কপি+পেস্ট) চালিয়ে দিত তখন খুব খারাপ লাগতো। পরে মনকে সান্তনা দিই এই ভেবে যে- পোস্ট চুরি করলেও ভাল, ইনফরমেটিভ তথ্যগুলো তো আরো কজন শিক্ষার্থীর কাছে পৌছাচ্ছে সেসব পেজের মাধ্যমে. .. তবে সামনে থেকে এক্ষেত্রে সকল পেজ এডমিনদের সুস্থ চিন্তাধারা কামনা করছি (পোস্ট কপি করলে কার্টেসী হিসেবে আমাদের পেজের নাম উল্লেখ করুন). আপনারা এসব করলে জুনিয়রদের কি শিখাবেন?? মাত্র দেড় বছর আগে যাত্রা শুরু আমাদের এই পেজের। এখন আপনাদের দোয়ায় আমাদের পেজের পোস্টগুলোকে আকড়ে ধরে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে চবি ভর্তি বিষয়ক আরো অনেক পেজ ও গ্রুপ। তবে এই যাত্রায় আমরাই ছিলাম প্রথম.... আপনাদের পাশে পেয়ে আজ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এডমিশন সংক্রান্ত সর্ব বৃহৎ পরিবার হতে পেরেছি। ধন্যবাদ আপনাদের। আপনাদের আস্থা অর্জন করে আমাদের পথ চলা... শুভাকাংখী সহ আমাদের পেজের সকল ফ্যানদের আস্থা ও ভালবাসা পেয়ে আমাদের দায়িত্ব ও কর্তব্য প্রতিনিয়ত আরো বেড়ে চলেছে। শেষ কথা, আমাদের এই পেজ কোন সিজনাল পেজ নয়। সারা বছরব্যাপি সেকেন্ড টাইমার ভাইবোনদের জন্য আমরা নিয়মিত গাইডলাইন প্রদান করে থাকি। সে সাথে মোটিভেশনাল, ইন্সপিরেশনাল লেখনীর মাধ্যমে প্রত্যেকের জীবন সহজ, সুন্দর ও উদ্যোমী করার লক্ষ্যে আমরা বদ্ধ পরিকর। ধন্যবাদ, সাথে থাকুনii #Hasnat_Azimul
Posted on: Sat, 08 Nov 2014 11:11:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015