অবশেষে আমার ছাত্র Yaqub Farhad - TopicsExpress



          

অবশেষে আমার ছাত্র Yaqub Farhad দ্বারা আমিও ট্যাগ খেয়ে গেলাম । ১০ জন কে ট্যাগ করতে হবে আর ১০ টা বই এর নাম দিতে হবে যা নিজের জীবনে প্রভাব ফেলেছে - শিক্ষামূলক হোক আর আনন্দময় স্মৃত তৈরি করার কারণেই হোক । খাঁটি বাংলায় মাথার মাঝে একটা দাগ রেখে গেছে । ১০ টা বই এ সীমাবদ্ধ থাকা একটু কঠিন তবুও দেখা যাক ফর্দ টা কত সংক্ষিপ্ত করা যায়... ১। Alchemist by Paulo kohelho - যে পড়ছে তারে ব্যাখ্যা দেবার দরকার নাই , যে পড়ে নাই তার জন্য উপদেশ শুধু বই এর মুখবদ্ধ এর দুই পাতা পড়ে ফেলেন এর পর ওই ২ পাতাই আপনার যা করার করবে । ২। River God by Wilbur Smith - ফারাও রাজার পাটাতনের উপর পৌরাণিক কাহিনি , দুর্ভাগ্য বশত আমি বাংলা আনুবাদ পড়েছি কিন্ত আনুবাদ ও কম না , এইতার ২য় খণ্ড আছে -The seventh scroll. ৩। The Lost Symbol by Dan Brown-গল্পের কারণে না , এই বই থেকে নতুন একটা বিজ্ঞান এর নাম জানছি , Noetic Science .আগ্রহীরা Noetic Science এ ইউনিভার্সিটি এর ডিগ্রি নিতে পারেন। বাই দ্যা ওয়ে -এই বিজ্ঞান কিন্ত আবার একটু নাস্তিকতা ঘেঁষা ,সুতরাং সাধু সাবধান ৪। নকশী কাঁথার মাঠ , কবি জসিমুদ্দিন - মনের সূক্ষ্ম প্রেমের অনুভুতি সুত্রপাত থেকে প্রেমে পরা , এর পর প্রেম চক্রে খাবি খাওয়া , গ্রামের প্রতিক্রিয়া ,পরিণতি ,পরিণতি উত্তর প্রেম এবং সবশেষে বাস্তবতায় বিরহ -প্রতিটি বর্ণনা এত সূক্ষ্ম ভাবে কাব্যিক উপস্থাপনা পড়ে গাধা ও প্রেমে পরতে বাধ্য( আসলে গাধাই তো প্রেম এ পরে :D) । আর ছেলেরা প্রেম করতে চাইলে মনের মানুষ রে এই বই উপহার দিতে পার । জীবন থেকে নেয়া । ৫। দৃষ্টিপাত লেখক যাযাবর (আসল নাম বিনয় মুখোপাধ্যায় )- উপমার এমন সাবলীল ব্যবহার আমি রবীন্দ্রনাথ এর ও কোন বই এ পাইনি ।আমার জানার ঘাটতি থাকতে পারে । ৬। শাপ মোচন , লেখক ফাল্গুনী মুখোপাধ্যায় -- বড় বয়সেও যেই বই পড়ে চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল । এই গল্পের উপর উত্তম কুমারের মুভি ও আছে। ৭। শেষ প্রশ্ন , লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় -- যদিও এই উপন্যাস নাকি এত নাম করতে পারে নাই কিন্ত ভোগ বড় না ত্যাগ বড় এই ব্যাপারে প্রত্যেকের আপন পক্ষের যুক্তির কাছে আমি বারে বারে বিভ্রান্ত হয়েছি । ৮। বিচারক , সপ্তপদী , লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-- যদিও সবাই কবি উপন্যাস নিয়ে বেশী চিল্লায় ( মনে হয়ে নীলক্ষেত এ এইটা বেশী পাওা যায় :P) কিন্ত আমার মতে এই দুইটা উপন্যাস এর কাছে কবি উপন্যাস কিছু ই না । দুইটার মাঝে কোনটাকে প্রাধান্য দিতে পারব না। ৯। লোটা -কম্বল (১ম খণ্ড) ,লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় - একাকিত্তের আন্ধার ঘরে অন্যের সাম্ভাব্য উপস্থিতির কল্পনায় যে কল্পজগতে কি সুখ তার উৎকৃষ্ট প্রমাণ এই বই । ১০। গল্প গুছ , লেখক রবীন্দ্রনাথ ঠাকুর -- অনেক গুলর মাঝেও শেষ কথা গল্পের শিক্ষা চরম লেগেছে । ১১। গল্প সংগ্রহ ,ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৮ সালের সংস্করণ , সম্ভবত তৎকালীন বাংলা পাঠ্যপুস্তক - ছোট গল্প গুলর সংকলন যারা করছে তারা প্রকৃত পক্ষেই মাল । বিভুতির -রানুর প্রথম ভাগ ; প্রমথ এর ফরমায়েশি গল্প ( প্রমথ চৌধুরী ছোট গল্প ও লিখছে??? !!!!! ) ; হুজুরে কেবলা , জিব্রাইল এর ডানা অমর সৃষ্টি । ১২। আপরাজিত ,লেখক বিভূতিভূষণ -- চোখে পানি এনে দেয়া আর একটি বই । ১৩। মোল্লা নাসিরুদ্ধিন, গোপাল ভাঁড় , বীরবলের গল্প সমগ্র -- ক্লাস সিক্স এ পড়া গল্পগুলা এখনও বেচে খাই । আঁতেল বই সমগ্র ।। ১৫। ফিহা সমীকরণ , লেখক হুমায়ূন আহমেদ -- যে বই থেকে আপেক্ষিকতার ইকুয়েশন এ (1- v^2 /C^2 ) তাৎপর্য কিঞ্ছিত বুঝেছিলাম । ১৬। Mathemetical Methods (vol -2) by Prof . Abdur Rahman - That tough me the beauty of Harmonic equation & the mathematics of Fourier Transformation - The Fourier Transformation which can represent all the aperiodic elements in a periodic shap . ১৭ । Lucifer Effect by Philip Zimbardo - How good people are turned into evil , this book describes it best with statistical experiments -Just Started reading ( audio book available in youtube) যাদের কখনও বই আদান প্রদান হয়েছে বা বই এর ব্যাপারে কথা হয়েছে অথব কিছু গণ্যমান্যদের বই এর ব্যাপারে পছন্দের তালিকা জানতে ইচ্ছে হয়েছে তাদেরকেই ত্যাগ করছি । না জানাতে চাইলে না জানান কিন্ত গালি দিয়েন না প্লিজ ...
Posted on: Sun, 31 Aug 2014 19:06:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015