অবশ্যই অবশ্যই সকলে - TopicsExpress



          

অবশ্যই অবশ্যই সকলে মনযোগী হয়ে লেখাটা পড়ুন। →→ অবৈধ পৃথিবী থেকে ফিরে আসার পথ →→ ☞ অনেকেই বলে, চাইতো ভালো হতে, ছেড়ে দিতে হারাম পথ, গ্রহণ করতে সকল নেক কাজ। কিন্তু পারিনা, কোন পথে বেরিয়ে আসব সেই অন্ধকার দুনিয়া থেকে? তাদের জন্য আজকের লেখা। ✍ যারা মদ গাজা খায়, সুদ ঘুষ নেয়, পতিতালয় যায়, এরা চাইলেই ছেড়েদিতে পারেনা তাদের ঐ অভ্যাস! তেমনি যারা আল্লাহর হুকুমের তাবেদারী করেনা, পরওয়া করেনা নিষেধের। গোনাহ্ করতেই থাকে, নেকি ছাড়তেই থাকে। এরা চাইলেই মুত্তাকী হতে পারেনা সমস্ত গোনাহ্ ছেড়েদিয়ে। কারণ গোনাহ্ করাটা অভ্যাস এরং সাময়িক কিছু স্বাদও অনুভূত হয়। আর নেকির কাজ করার আগে ও করার সময় তেমন কোনো শান্তি অনুভূত হয়না, মজা অনুভাব হয় কর্মসাধনের পর। সেজন্যই যারা আল্লাহর হুকুমের তাবেদার নয়, তাদের জন্য নেকামল করা কঠিন, কারণ তারাতো নেকামলেের স্বাদ সম্পর্কে অবগত নয়। ۞ এই ধরনের মানুষ যারা গোনাহে ডুবে আছে কিন্তু নেকামল করতে চায়, অন্ধকার পৃথিবী ছেড়ে আসতে চায় কিন্তু পারছে না। তারা শুধু ‘‘নামাজ’’ পড়ুক, যদি নিয়মিত নামাজ আদায়ী করে আস্তে আস্তে অটোমেটিক তারা সমস্ত গোনাহের কাজ ছেড়ে দিবে। ❀✿ এবিষয়ে আল্লাহ্ তায়ালা বলেছেন, নিশ্চই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। ☎ এখন কেউ কেউ প্রশ্ন করতে পারে, যে আমাদের সমাজে তো অনেক নামাজি আছে, তারা নামাজো পড়ে, গুনাহের কাজো করে, তাহলে আল্লাহ তায়ালার কথা ঠিক রইলো কোই? আমি তাদের বলছি ✽❃ অবশ্যই আল্লাহর কথা ঠিক আছে। আজ নামাজ কেনো আমাদের অশ্লীল ও গোনাহ থেকে ফিরচ্ছে না তার কারণ আমাদের জানতে হবে। √ নামাজ সম্পর্কে রসূল সাঃ বলেছেন কোনো কোনো নামাজীর নামাজকে ফেরেস্তারা, ময়লা ও পুরনো কাপড়ের মতো পেচিয়ে ঘুচিয়ে নামাজির মুখে নিক্ষেপ করে। কারণ তার নামাজ প্রতিবন্ধী বা অঙ্গহানি হয়েথাকে, সে নামার আল্লাহর কাছে পৌঁছানোর শক্তি রাখেনা। নামাজকে একজন মানুষের সাথে তুলনা করা হয়েছে, মানুষের যেমন হাত, পা ও মাথা রয়েছে, নামাজেরো হাত, পা, মাথা আছে। নামাজের হাত পা কোন গুলো? নামাজের এক একটা রোকন হলো নামাজের হাত,পা। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজে রুকু, সেজদা, কেয়াম, জলসা ঠিক হচ্ছেনা, তাসবিহ পড়া হচ্ছেনা, উঠা বসার পদ্ধতি ঠিক হচ্ছেনা। সেজন্যই আমাদের নামাজ প্রতিবন্ধী হচ্ছে, এই প্রতিবন্ধী নামাজ যে নিজেই মালিকের কাছে পৌঁছাইতে পারেনা সেই নামাজ কিভাবে অবৈধ কাজ থেকে আমারদের ফিরিয়ে রাখবে? আরেকটা উদাহরণ সহযে বুঝতে: চুম্বক (ম্যগনেট) এর দুইটা নিতি আছে, ১, লোহা আকর্ষণ করা। ২, চুম্বক অন্য চুম্বকের একপাশে আকর্ষণ, অপর পাশে বিকর্ষণ। (অর্থাৎ দুই চুম্বকের মাঝে মেরুর মিল নাথাকলে উভয় নিজেদের দূরে ঠেলে দেয়, এবং মিল থাকলে কাছে টেনে নেয়) এক কেজি ওজনের দুইটা চুম্বক, একটার সাথে পঞ্চাশ কেজির বড় এক লোহা আটকান, অপরটা শুধুই চুম্বক, এখন যদি লোহা ওয়ালা চুম্বক এবং শুধু চুম্বক পাশাপাশি মেরু উল্টিয়ে রাখাহয়, (অর্থাৎ বিকর্ষণ নিতীতে) তাহলে কি শুধু চুম্বকের বিকর্ষণ শক্তি লোহা ওয়ালা চুম্বককে দূরে সরাতে পারবে? পারবেনা বরং শুধু চুম্বকটা দৌড়ে যেয়ে লোহার সাথে মিশে যাবে। তাই বলেকি আপনি বলতে পারবেন চুম্বকের বিকর্ষণ শক্তি নেই? ✍ এবার এই উদাহরণের সাথে আল্লাহর বলা কথাকে মিলান। ১, প্রতিবন্ধী নামাজ হলো শুধু চুম্বক। ২, অশ্লীল ও মন্দকাজ হলো লোহা ওয়া চুম্বক। ৩, গোনাহে থাকা স্বাদ হলো বড় লোহা। আমাদের নামাজ দুর্বল শুধু চুম্বক হওয়ায়, গোনাহের স্বাদ বড় লোহা থাকাতে আমাদের বিকলঙ্গ নামাজ ঐ স্বাদ ওয়ালা চুম্বককে দূরে সরাতে পারেনি বরং নিজেই গোনাহের স্বাদে মিটে গেছে। যদি আমাদের নামাজ শুস্থ ৫০০ কেজির চুম্বক হতো তাহলে ঐ চুম্বকে দূরে ঠেলে দিতো, এবং লোহাটিকে কাছে টেনে নিতো, তখন আর লোহা গোনাহের স্বাদ থাকতো না, নামাজের স্বাদে পরিনত হতো। ۞ সেজন্যে নামাজের পূর্ন হক আদায়ী করে যদি পড়াহয়, তাহলে যতো বড় গোনাহগার হোক নাকেনো, সে আস্তে আস্তে সমস্ত গোনাহের কাজ ত্যাগ করবে, গোনাহ তার থেকে বিদায় নিতে বাধ্য। তাই আসুন আমরা বিকলঙ্গ নয় শুস্থ সবল নামাজ আদায়ী করতে সচেষ্ট হই। আল্লাহ্ আমাদের সকলকে নামাজের পূর্ন হক আদায়ী করে পড়ার তাওফিক দান করুক, আমীন।
Posted on: Tue, 05 Nov 2013 03:45:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015