অভীকের চেহারাটা আশ্চর্য - TopicsExpress



          

অভীকের চেহারাটা আশ্চর্য রকমের বিলিতি ছাঁদের। আঁট লম্বা দেহ গৌরবর্ণ, চোখ কটা, নাক তীক্ষ্ণ, চিবুকটা ঝুঁকেছে যেন কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ভঙ্গিতে। আর ওর মুষ্টিযোগ ছিল অমোঘ, সহপাঠীরা যারা কদাচিৎ এর পাণিপীড়ন সহ্য করেছে তারা একে শতহস্তে দূরে বর্জনীয় বলে গণ্য করত। Aveeks appearance was uncannily European. His tall leanness, his fair complexion, his aquiline nose, his chin set in protest against some opponent. The power of his fists was infallible and those of his fellow students who had on occasion felt their punishing blows always kept their distance from him afterwards. বিভার চেহারায় রূপের চেয়ে লাবণ্য বড়ো। কেমন করে মন টানে ব্যাখ্যা করে বলা যায় না। অভীক ওকে একদিন বলেছিল, অনাহূতের ভোজে মিষ্টান্নমিতরে জনাঃ। কিন্তু তোমার সৌন্দর্য ইতরজনের মিষ্টান্ন নয়। ও কেবল আর্টিস্টের; লিওনার্ডো ডা ভিঞ্চির ছবির সঙ্গেই মেলে, ইনসক্রুটেব্‌ল্‌। Bibhas appearance was endowed with more sweetness than beauty. It is hard to explain how she drew attention. Aveek had once said to her, At a feast, the uninvited are given sweets rather than food. But your beauty is not for the enjoyment of the uninformed. It is more like Leonardo da Vincis art; inscrutable. রবিবার Sunday, Rabindranath Tagore
Posted on: Mon, 14 Jul 2014 01:42:56 +0000

Trending Topics




© 2015