অভিজ্ঞতার কথা - TopicsExpress



          

অভিজ্ঞতার কথা বলছিলাম। আমরা অনেকেই মনে করি,আমি সব কিছু জানি।আমি যা জানি তা আমার মা,বাবা,বড় ভাই,বোন বুঝেনা বা জানেনা এবং আশপাশের অনেকই তা জানেনা।আমাদের মনে রাখতে হবে,আমাদের দেখা সমাজের আগের অংশ তাঁরা দেখেছেন,শুনেছেন,পড়েছেন যার সুযোগ আমরা পাইনি এবং একই সাথে তাঁরা আমাদেরকে দেখছে,আমাদের চাল চলন, জীবনমান, আমাদের জগৎ ইত্যাদি কিন্তু আমরা তাদের সময়ের ওসব প্রত্যক্ষ করার সুযোগ পাইনাই। তাঁরা একাধিক জিবন ও সমাজ ব্যবস্থা লক্ষ্য করেছেন,যা আমরা পাইনাই। তাঁরা ডিজিটাল ও ম্যানুয়াল দেখেছে। আমরা অনেকেই মনেকরি আমরা যা করছি, তাঁরা কিছুই দেখছেনা বা বুচ্ছেনা !!! মনে করেন,আমরা যার যার প্রজন্ম কিভাবে এতো বুদ্ধিমান,চালাক,ও শিক্ষিত হলাম ? নিশ্চয় লেখাপড়া,সমাজব্যবস্থা,বই পড়ে,নাটক সিনেমা দেখে,শিক্ষিকের কাছথেকে শুনে,বড়দের থেকে দেখে শুনে,আশপাশের ও পারিপার্শিক অবস্থা ইত্যাদি দেখে শিখেছি !! যদি আমরা তাই মানি,তবে যারা আমাদের পড়িয়েছেন তাঁরা কি আমাদের বড় নয় ? চলমান সমাজ ব্যবস্থা কি যার যার বড়রা গড়েনাই,যাদের দেখে বা অনুসরন অনুকরন করছি তাঁরা কি আমাদের বড় নয় ? যে বিদ্যাস্থানে পড়ছি পড়েছি,যে প্রতিষ্ঠান গুলোতে কাজ করছি তা কি বড়রা প্রতিষ্ঠা বা পরিচালনা করেনাই,করছেনা ? আজকের আধুনিক বিজ্ঞানের যে সকল অংগ,উপাদান,ফোন,মোবাইল,সামাজিক গনমাধ্যম ইত্যাদি যা ব্যবহার করি তা কি বড়রা সৃষ্টি করেনাই,যে ধর্ম আমরা বিশ্বাস করি বা যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি তা কি বড়রা অনুশীলন করেনাই,তা হলে মানতেই হবে বড়রা আমাদের চেয়ে অভিজ্ঞ। তাঁরা আমাদের অনেক কিছুই বুঝে । ক্ষেত্র বিশেষে বেশিই বুঝে। আমরা বা এই সময়ের তরুনরা হয়ত লুকিয়ে এমন কিছু কাজ করি যেমন যার যার কাজকে ফাঁকি দিয়ে অন্য কিছুতে সময় দিচ্ছি/ নষ্ট করছি,নেশা করছি, সিগারেট খাচ্ছি বা তথাকথিত প্রেম করছি,খারাপ কিছুতে জড়িয়ে গেছি, পর্নগ্রাফিতে আসক্ত হচ্ছি কিন্তু আমরা বিশ্বাসকরি আমাদের এসব কিছুই আমাদের অভিবাকরা জানেনা ! কিন্তু না আমাদের সব ওরা জানে। কেউ প্রশ্ন করে আমরা উত্তর দিইনা বা কেউ প্রশ্ন করেনা কিন্তু বড়রা নিরবে মুচকি হাঁসে এ আরকি। অতএব তাঁরা অভিজ্ঞ। হ্যাঁ এটাও মানতে হবে নতুনরাও অনেক কিছু যানে যা বড়রা অনেকেই কম বুঝে।এর বেশি কিছু নয়।যেমন আগের গাড়ির চেয়ে,আগের বাড়ির চেয়ে,আগের মোবাইলের চেয়ে,আগেকার কম্পিউটারের চেয়ে দিন দিন উন্নত সংস্করণ নুতনরা বের করছে। মা বাবার সন্তানরা কিন্তু মা বাবার চেয়ে আরো অধিক দেখতে সুন্দর হচ্ছে,চলনে বলনে,শিক্ষায় দিক্ষায়,কথাবার্তায় এগিয়ে যাচ্ছে। এটা বিবর্তন ও উত্তরন। তাই তাঁদেরকে অবজ্ঞা বা অবমূল্যায়ন করা ঠিক হবেনা। অতএব সাধু সাবধান !!!
Posted on: Mon, 07 Oct 2013 06:42:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015