অভিজ্ঞতা ১৪ ব্যাচ নাম - TopicsExpress



          

অভিজ্ঞতা ১৪ ব্যাচ নাম প্রকাশে অনিচ্ছুক নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মানুষকে খুশি করতে গেলে কখনো নিজে খুশি থাকতে পারবে না । হয়তো সাময়িক খারাপ লাগবে মানুষের কথায় , কিন্তু তুমি তোমার লক্ষ্যে অটুট থাকলে সেগুলো কোনো ব্যাপার না । তেমনি একটি ঘটনা আজকে বলতে চাঁই মফস্বল শহরে বেড়ে উঠেছি ছোটো থেকে। ক্লাস ৮ এ আসলাম আলোর ঝিলমিল শহরে , তাল মেলাতে পারছিলাম না শহরের ছেলে মেয়েদের সাথে . ক্লাস ৯ এ উঠে সাইন্স নিলাম . প্রথম দিকে স্যার কি যে ক্লাস এ পরাতেন কিসু বুজতাম না কিন্তু মনে প্রবল আশা নিয়ে এবং চেষ্টা করে ৪ টা বছর পার করলাম . ঢাকা বিশ্ব বিদ্যালয় এ ভর্তি পরীক্ষায় খুব খারাপ রাঙ্ক করলাম . আশে পাশের লোকের কথা শুনে পুরো হতাশ হয়ে পরেছিলাম . কিন্তু হতাশার সাগরও এ ডুবতে চাইনি . আল্লাহর উপর বিশ্বাস করে সামনে এগুতে থাকলাম . ভুল ত্রুটি গুলো ঠিক করতে চেষ্টা করলাম.পরিশ্রম এর পরিমান বাড়িয়ে দিলাম খুদার্ত বাঘ এর মতো দৌড়াতে থাকলাম এডমিশন নামক সোনার হরিণের পিছনে . তাঁরপর জাহাঙ্গীর নগর এর পরীক্ষায় চান্স পাওয়ার পর আর পিছে ফিরতে হয় নি তারপর RUET,KUET,BUTEX,SUST­ এবং আল্লাহর রহমতে সবশেষে BUET এ হয়ে গেল . পরবর্তী ব্যাচ এর ভাই এবং বোন দের বলে যেতে চাঁই স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে| স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না| -তপু তোমার জিবনের এমন অভিজ্ঞতার কাহিনি পাঠিয়ে দাও কমেন্ট এর আইডি তে।
Posted on: Sat, 13 Dec 2014 15:22:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015