অরুন কর্মকারের দালালি ও - TopicsExpress



          

অরুন কর্মকারের দালালি ও প্রথম আলোর ভণ্ডামির খতিয়ান ==================================== বাংলাদেশের সাংবাদিকতা এখন করপোরেট স্বার্থে পরিচালিত হয়। বিদেশী বহুজাতিক কম্পানির স্বার্থ রক্ষা করছে দেশের র্শীষ গণমাধ্যম। আর এ কাজে সব থেকে এগিয়ে আছে দৈনিক প্রথম আলো। এ বিষয়ে এর আগে বিস্তর ব্লগ লেখা হয়েছে। আমি শুধু নির্দিষ্টভাবে দৈনিক প্রথম আলোর তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক বিশেষ প্রতিনিধি অরুন কর্মকার ও এ নিয়ে পত্রিকাটির সম্পাদকীয় নীতি নিয়ে কিছু আলাপ তুলবো। এই আলোচনায় দেখা যাবে কিভাবে খুলনার একটি আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বাঞ্চলের বরিশাল প্রতিনিধি অর্ধশিক্ষিত অরুন কর্মকার শত কোটি টাকার মালিক বনে গেলেন। যদি একটি পত্রিকার বিশেষ প্রতিনিধিই শত কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে কামিয়ে নিতে পারেন তাহলে সেই পত্রিকার সম্পাদক সাবেক সিপিবি নেতা মতিউর রহমান কত টাকার মালিক হয়েছেন সে হিসেব করতে অবশ্যই আমাদেরকে অংকে পারদর্শী হতে হবে। শেভরন থেকে কত পান তিনি? ------------------------------------ প্রভাবশালী মার্কিন কম্পানি শেভরন বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে গভীর সখ্যতা রেখে চলে। এ কম্পানির কোন দুর্নীতির রিপোর্ট দৈনিক প্রথম আলো পত্রিকায় কখনো কোন পাঠক পড়েছেন- এটা দেখাতে পারবেন না। তাহলে শেভরনের কি কোন দুর্নীতি নেই? তারা কি ধোয়া তুলসি পাতা? শেভরনের বর্জ্যে একজন স্থানীয় আদিবাসীর মৃত্যুর খবর অনেক পত্রিকাতেই এসেছিল। কিন্তু প্রথম আলোতে তা আসেনি। অরুণ কর্মকার এটা নিয়ে রিপোর্ট করার সুযোগ পাননি! শেভরন তাদের বর্জ্য পাহাড়ি ছড়ায় (ঝর্ণা) ফেললে তাতে পানি দূষিত হয়ে পড়ে। অনেক পশু মারা যায় সেই পানি খেয়ে। মাছ মরে ভেসে ওঠে। ওই পানি ভুলক্রমে পান করে সেখানে একজন মানুষও মারা যায়। অনেকের চর্মরোগ হয়। তবে এ বিষয়ে কোনো প্রতিবেদন করেনি প্রথম আলো। শেভরনের বর্জ্যে মানুষের মৃত্যু বিষয়ক প্রতিবেদন পড়তে ক্লিক করুন। kalerkantho/print_edition/?view=details&type=gold&data=Football&pub_no=614&cat_id=1&menu_id=14&news_type_id=1&index=3&archiev=yes&arch_date=16-08-2011 অনুমোদিত হিসেবের বাইরে বেশি গ্যাস তোলার পায়তারা করছে শেভরন। এভাবে গ্যাস তুললে দেশের সবচেয়ে সম্ভাবনাময় বিবিয়ানা গ্যাসক্ষেত্রটি দ্রুতই নিশ্বেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দেশের খ্যাতনামা সব বিশেষজ্ঞরা এ নিয়ে জোর আপত্তি করেছেন। কিন্তু অরুণ কর্মকারের তা চোখে পড়েনি। শেভরন যে অতি উত্তোলন করায় ওই অঞ্চলের মানুষের ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে, অনেক জায়গায় মাটি দেবে গেছে তাও অরুণ কর্মকার শোনেনি। শেভরন একটি ৫০০ মিলি লিটারের পানির বোতল কেনে ১৫ টাকা দিয়েই। কিন্তু এর বিল দেয় ৩০ টাকা। বিল বেশি দেখালে গ্যাস উত্তোলনের খরচ বাবদ ব্যয় বেশি দেখানো যায়। এতে করে তাদের ভাগে গ্যাস বেশি পড়ে। পেট্রোবাংলা গ্যাস তোলার যে চুক্তি করে তাতে বলা থাকে যে বিদেশি কম্পানি বিনিয়োগ করলে গ্যাস তোলা বাবদ যে ব্যয় হবে সেই পরিমাণ গ্যাস তারা পাবে। এরপর উদ্ধৃত্ত গ্যাস দুই পক্ষের মাঝে ভাগাভাগি হবে। শেভরন ব্যয় বাড়িয়ে দেখিয়ে গ্যাস তোলার ব্যয় বাবদ অধিকাংশ গ্যাস দখলে নেয়। তারপর উদ্ধৃত্ত গ্যাস থেকে আবার আধাআধির বেশি ভাগ নেয়। এ সংক্রান্ত প্রতিবেদন অনেক পত্রিকা করলেও অরুন কর্মকার ও তার পত্রিকা কোন প্রতিবেদন করেনি। শেভরন একটি পুরানো কম্প্রেসার তিনগুণ দামে বিক্রি করেছে বাংলাদেশের কাছে। এ থেকে কতজন যে টু-পাইস কামিয়েছে, তা নিয়ে প্রথম আলোর অরুণ কর্মকার অনুসন্ধানী প্রতিবেদন করার সময় পায়নি। এ সংক্রান্ত প্রতিবেদন পড়ুন। dhakatribune/bangladesh/2014/may/31/tk200-crore-wasted-compressor-installation তেল-গ্যাস অনুসন্ধানের জন্য প্রডাকশান শেয়ারিং কনট্রাক্ট (পিএসসি) করা হয় বিদেশী কম্পানির সাথে। তখন একটি নির্দিষ্ট পরমিান জায়গা ওই কম্পানিকে দেয়া হয়। পিএসসি হবার পর নতুন করে আর তেল-গ্যাস অনুসন্ধানের জন্য জায়গা বাড়ানো সম্ভব নয়। কিন্তু পিএসসিকে উপক্ষো করে শেভরনের জন্য আগে একবার জায়গা বাড়ানো হয়েছে। আবারও বাড়ানোর উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। কিন্তু এ ব্যাপারে প্রথম আলো ও অরুন কর্মকার কালঘুম দিয়েছেন। তাদের কোন প্রতিবেদন নেই। তাহলে শেভরন নিয়ে প্রথম আলো কি প্রতিবেদন করে না? প্রথম আলো শেভরন নিয়ে প্রতিবেদন করে না এটা তার ও অরুনের ঘোর শত্রুরাও বলতে পারবে না। শেভরন নিয়ে বহু প্রতিবেদনই করেন অরুন কর্মকার, যা প্রথম আলোয় গুরুত্ব দিয়েই ছাপা হয়। আর এ রকম সব প্রতিবেদনই হয় শেভরনের পক্ষে। মানুষ যখন শেভরনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, তখন ঠিকই অরুণ কর্মকার ছুটে গেছেন। প্রথম আলোর শেষ পাতায় বিশাল গুরুত্ব দিয়ে তিন কলামের লীড ছেপেছেন। বাহ প্রথম আলো! বাহ মতি মিঞা! উটপাখি আপনাদের মুখে হেগে দিলে মাথা লুকোবেন কোন বালিতে? অরুন কর্মকারের এই রিপোর্টটি পড়ুন। prothom-alo/bangladesh/article/305167/বিবিয়ানা-গ্যাসক্ষেত্রের-উন্নয়নকাজ-বাধাগ্রস্ত এতে দাবি করা হয়েছে, স্থানীয় মানুষদের কাজ না দেয়ায় শেভরনের উন্নয়ন কাজ আটকে গেছে। এতে গ্যাস উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যই এই প্রতিবেদনটি করা হয়েছে। এই প্রতিবেদনটির উদ্দেশ্য নিয়ে কিছু বলতে চাই। প্রতিবেদনটি করতে গিয়ে অরুন কর্মকার যে চরম অসততার পরচিয় দিয়েছেন তা হলো, শেভরনের প্লেনে করেই ঘটনাস্থলে পোঁছেছেন। তাদের টাকায়, তাদের খেয়ে যে প্রতিবেদন অরুন কর্মকার করবেন তা কি সাধারণ মানুষের পক্ষে যাবে? প্রশ্নই ওঠে না। অথচ যে কোন স্থানে খনি হওয়ার আগে বহুজাতিক কম্পানগিুলো ওই অঞ্চলের সাধারণ মানুষের সামনে চাকরির মুলো ঝুলিয়ে রাখে। যেমন এখন এরকম চাকরির মুলো ঝুলানো হচ্ছে ফুলবাড়ীর কয়লা খনি প্রকল্পে। এখানেও একই সত্য কথা। সেখানে স্থানীয়রা কোন চাকরি পাবেন না। এশিয়া এনার্জি নিয়ে একটু পরে আলাপ করবো। সেখানেওে দেখবেন, অরুন কর্মকাররা কিভাবে বিদেশী টাকায় স্বদশে বিক্রি করছনে। এশিয়া অ্যানার্জি ও অরুনের ভেল্কি ---------------------------------------- কিছুদিন আগে অরুন কর্মকার ইনিয়ে বিনিয়ে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ওপর একটি প্রতিবেদন করেছেন। সেই প্রতিবেদনের মূল সুর হলো এশিয়া অ্যানার্জিকে কেন দ্রুত উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সুযোগ দিচ্ছে না সরকার। কি তামাশা তাই না? যেখানে দেশের অন্যান্য গণমাধ্যমগুলো বলছে, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করলে দেশের ১৪টা বাজবে, সেখানে তিনি বলছেন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করতে হবে। এর কারণটা কি? কারণ খুব সোজা। এশিয়া অ্যানার্জির টাকায় তিনি জার্মানি থেকে ঘুরে এসেছেন। পেয়েছেন নগদ অর্থ। অবৈধ সুবিধা ও অর্থ নিয়ে তিনি রীতিমতো দেশের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে এসব লেখালেখি করে যাচ্ছেন। সুন্দরবন ধ্বংস হয় আর অরুন বাঁশি বাজান ---------------------------------------------------- সুন্দরবনের পাশে যখন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপতি হলো তখন তারস্বরে দেশের অধিকাংশ মিডিয়া চিৎকার শুরু করলো। এতে সরকার বেকায়দায় পড়ে নানান ধরনের ইতংবিতং ব্যাখ্যা দেয়া শুরু করে এবং আরও বেশি মাখিয়ে ফেলে। কিন্তু প্রথম আলো ব্যতিক্রম। কারণ সেখানে আছেন প্রগতিশীল মতি ভাই আর তার ধর্মযোদ্ধা অরুন। সুন্দরবন প্রশ্নে অরুন কর্মকার চুপ কেন? কারণ হলো তার সাথে ভারতীয় হাই কমিশনের অত্যন্ত গভীর সর্ম্পক। কেন দাদার দেশ ভারতের বিরুদ্ধে তারা যাবেন! মনে রাখতে হবে প্রথম আলো কিন্তু প্রচণ্ড সরকার বিরোধী পত্রিকা। কোন ফাকফোকর না থাকলেও সরকারকে চুলকায় তারা। সেখানে সুন্দরবনের মতো ইস্যু! অরুন কর্মকার কিন্তু এবারেও নাকে তেল দিয়ে ঘুমুলেন! অনেকে বলেন, অরুন কর্মকারের একটি বাড়ি আছে ভারতরে সল্টলেকে। আপনারা যারা কলকাতা সর্ম্পকে জানেন তারা নিশ্চয়ই সল্ট লেক সর্ম্পকওে জানেন। সল্টলেক হলো কলকাতার গুলশান-বারিধারা। মানে সবচেয়ে দামি এলাকা। তবে যারা এরকম অভিযোগ করেছেন, তারা এখনো বাড়ির হোল্ডি নম্বর ও ছবি দিতে পারেননি। এ জন্য এটা অভিযোগ হিসেবেই রাখা হলো। শুধু রামপাল বিদ্যুৎকেন্দ্র কেন? সুন্দরবন ধ্বংস করতে আরেকটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে বেসরকারি দেশীয় কম্পানি ওরিয়ন। তার বিরুদ্ধে কোন প্রতিবেদন করেনি অরুন কর্মকার। কারণ কি? কারণ হলো, ওরিয়ন নিয়ে কথা বলতে গেলে তো আপনাকে রামপাল নিয়েওে কথা বলতে হবে। ওরিয়নের কেন্দ্র নিয়ে পড়তে ক্লিক করুন। thereport24/article/36903/index.html ইউনাইটেড গ্রুপের মিডিয়া উপদষ্টো ----------------------------------------- সাংবাদিকদের নতুন একটি চল শুরু হয়েছে। তা হলো, কোন বড় গ্রুপের মিডিয়া উপদেষ্টার পদ বাগানো! আর ওই গ্রুপের বিরুদ্ধে যাতে কোন নিউজ না হয় সে বিষয়টা দেখভাল করা। অরুন কর্মকারও পিছু হঠেননি। অবশেষে ইউনাইটেড গ্রুপের মিডিয়া উপদেষ্টার দায়িত্ব নিলেন। এ পদ থেকে তিনি মাসে লাখ টাকার ওপর নগদ টাকা পান। আর অনিয়মিত কত পান সে হিসেব পাঠক করতে থাকেন। ইউনাইটেড গ্রুপের মিডিয়া উপদেষ্টা অরুনকে বানানোর কারণ হলো, এই গ্রুপটির বিদ্যুৎকেন্দ্র রয়েছে। আর এসব বিদ্যুৎকেন্দ্র হলো দুই নম্বরি সব ব্যাপার স্যাপার। এর সঙ্গে যুক্ত আছে সামিট গ্রুপও। ইউনাইটেড ও সামিট পাওয়ার মিলে দেশের বিদ্যুৎখাত লুটে নিচ্ছে। এই লুটের সংবাদ যাতে ছাপা না হয়, তার জন্য অরুন কর্মকার জ্বালানি বিটের বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের নিয়ে একটি সিন্ডিকেট তৈরী করেছেন। সিন্ডিকেটের নেতা হিসেবেই তাকে এই গ্রুপের মিডিয়া উপদেষ্টা করা হয়েছে। ইউনাইটেড গ্রুপ দিনে দুপুরে মালয়েশিয়ান এক লোকের একটি বিদ্যুৎকন্দ্রে দখল করে নিয়েছে। কিন্তু এ সংক্রান্ত কোন নিউজ প্রথম আলো ও অরুনের সিন্ডিকেটভুক্ত পত্রিকাগুলোতে নেই। আর অন্যান্য চুরি জালিয়াতি ও বিদেশে টাকা পাচারের বিষয় তো রয়েছেই। এসব কারণইে ইউনাইটেড গ্রুপ তাকে উপদেষ্টার নামে আসলে প্রতি মাসে ঘুষ হিসেবে পারিশ্রমিক দিচ্ছে। ইউনাইটেড গ্রুপের দুর্নীতি বিষয়ক প্রতিবেদন পড়তে ক্লিক করুন। এতো এতো কিছু করে অরুন কর্মকারের ভাগ্য আসলেই খুলে গেছে। বরিশালে তিনি খুলনা থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা পূর্বাঞ্চলের রিপোর্টার ছিলেন। নেই কোন উচ্চ ডিগ্রিও। সেখান থেকে ঘষে মেজে প্রথম আলোতে নানান কায়দায় এসেছেন। তিনি বছর খানেক হলো ৩০ লাখ টাকা দিয়ে একটি গাড়ি কিনেছেন। আর অফিস থেকে একটি গাড়ি তো পেয়েছেনই। নিজের কেনা গাড়িটি স্ত্রীর ব্যবহারের জন্য রেখেছেন। আর অফিসের গাড়িটি তিনি নিজে ব্যবহার করেন। শেষ কথায় বলতে চাই, এই দালালদের বর্জন করতে হবে। প্রথম আলোর দ্বিচারিতার বিরুদ্ধে দাঁড়াতে হবে। অরুন কর্মকারের মতো লোভী, কুশিক্ষিত, মূর্খ, বিদেশী কম্পানির দালালরা যদি মিডিয়া শাসন করে তাহলে এই খাতে কিভাবে মেধাবী সৎ ছেলেরা আসবে! হলুদ সাংবাদিকতা করে যারা মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানাচ্ছে, তাদের বিচারের ব্যবস্থা করে শাস্তির মুখোমুখি করতে হবে। সবাই এই দালাল ও মিথ্যুক স্ট্যান্ডবাজদের বিরুদ্ধে সোচ্চার হন। লেখকঃ মধ্যরাতের ট্রেন
Posted on: Tue, 02 Sep 2014 11:32:56 +0000

© 2015