অহংকারী বড় লোক ____Srabony - TopicsExpress



          

অহংকারী বড় লোক ____Srabony Rahman জামাল সাহেব সব সময় তার ছেলে হৃদয় কে শিখায় গরিব রা কারাপ ছোট লোক কোনদিন যেন গরিবদের সাথে না মিসে। সে খুব অহংকারী তার বাসার কাজের ভুয়া,ড্রাইভার, দারোয়ান সবাইকে তিনি সব সময় ছোট লোক বলে গালি দেয়, কারন সে এই এলাকার সব থেকে ধনীব্যক্তি। হৃদয় নামে এই এলাকায় আরো একটা বাচ্চা আছে তাই সে এই ছেলেটাকে সজ্জ করতে পারে না কারন তার ছেলের নাম হৃদয় আর ও গরিব ওর নাম কেন হৃদয় হবে।।। একদিন হৃদয় পড়ছে নামতা শিখছে ম্যাডাম এর কাছে কিন্তু পারছে না তার পাশেই গরিব বাবার ছেলে হৃদয় খেলছিল রাস্তায় তখন ও পড়া গুলো শুনে শুনে মুখস্ত করে খেলছে আর পড়ছে তখন ম্যাডাম হৃদয় কে বল্লল দেখ ও গরিব তাও শুনে শুনে শিখে ফেলেছে আর তুমি পারছ না।।। তোমাকে দিয়ে কিছু হবে না বলে দিলাম। এদিকে হৃদয় তার গরিব বাবার কাছে গিয়ে বায়না করল সে স্কুলে ভর্তি হতে চায় ভাল স্কুলে তখম তার বাবা তাকে স্কুলে নিয়ে গেল এবং ভর্তি পরিক্ষায় ভাল রেজাল্ট করে সে ওই স্কুলে ভর্তি হল কিন্তু ওই স্কুলে বড় লোক হৃদয় ও পড়ত তখন সে তার বাবার কাছে এসে বলে দেয় যে হৃদয় ও ওর স্কুলে ভর্তি হয়েছে এই কারনে জামাল সাহেব খুব রেগে যায় কারন তার ছেলে আর ওই ছোট লোকের ছেলে একি স্কুলে কেন পড়বে।।। দুইজন যেহেতু একি স্কুলে আর একি ক্লাসে তাই দুই হৃদয় বন্ধু হয়ে যায় একসময়। একদিন পরিক্ষার রেজাল্ট পাল্টাপাল্টি হয়ে যায় গরিব হৃদয় খুব ভাল রেজাল্ট করেছে আর বড়লোক হৃদয় ফেল করছে তো যখন রেজাল্ট আনতে গেল জামাল সাহেব উনি রেজাল্ট পেয়ে ভীষন খুশি তার ছেলে এত ভাল রেজাল্ট করেছে কিন্তু ম্যাডাম তখম আসল রেজাল্ট হাতে দিয়ে বলে এইটা আপনার ছেলের রেজাল্ট ও ফেল করেছে আর এইটা যার রেজাল্ট সে অন্য হৃদয়। তখন জামাল সাহেব খুব রেগে যায় এবং বলে ছোটলোকের বাচ্চা দাড়া তোকে দেখে নিব আমি।। যখন হৃদয় বাসায় এসে তার গরিব বাবাকে বলে সে স্কুলে ভাল রেজাল্ট করেছে তখন বাবা বলে দেখবি বাবা তুই একদিন বড়লোক দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবি তখন কেউ আর আমাদের ছোট লোক বলে গালি দিতে পারবে না। পরদিন দুই হৃদয় মিলে খেলা করছে একটা পুকুরের কাছে জামাল সাহেব এসে দেখে তার ছেলে গরিব এর সাথে খেলা করছে দেখে তার মাথায় রক্ত উঠে যায় তাই সে গরিব হৃদয় কে পুকুরে ফেলে দেয় তখন ওনার ছেলে কাঁদতে থাকে আর বলে বাবা তুমি এইটা কি করেছ ওকে তুল না হলে আমার বন্ধু মরে যাবে কিন্তু উনি তুলেন নাই তাই গরিব হৃদয় মারা গেল পানিতে ডুবে।। তারপর পুলিশ আসল এবং জিজ্ঞাসা করল কি হয়েছিল সব ঘটনা হৃদয় পুলিশ এর কাছে বলে দিল এবং জামাল সাহেবকে পুলিশে ধরে নিয়ে গেল.....!!
Posted on: Fri, 26 Dec 2014 10:54:40 +0000

Trending Topics



" style="min-height:30px;">
S D P Social Democratic Party A.k.a. Egbe Elesin FunFun, Egbe
Thunderstorm Advisory No. 02 #MPRSD 2:35PM 29 June

Recently Viewed Topics




© 2015