অ্যাডবি ফটোশপ দিয়ে - TopicsExpress



          

অ্যাডবি ফটোশপ দিয়ে ইচ্ছে করলে যেকোনো সাদাকালো ছবি রঙিন করা যায়। >এ জন্য যে ছবিটি রঙিন করবেন প্রথমে তাফটোশপের মাধ্যমে খুলুন। এবার Image/Mode থেকে CMYK Colour নির্বাচিত করুন। এখন Q চেপে quick mask মুডসক্রিয় করুন। এবার ব্রাশ টুল থেকে ব্রাশ নিন এবং ছবির যে অংশটুকু রঙিন করতে চান সেটুকু সতর্কতার সঙ্গে পেইন্টকরুন। সবার আগে ত্বকের অংশ দিয়ে শুরু করুন। ব্রাশের কাজ শেষ হলে Q চেপে নরমাল মুডে ফিরে আসুন। খেয়াল করুনছবিটিতে সিলেকশন তৈরি হয়েছে। [ অথবা আপনি সিলেকশন টুলস গুলো ব্যবহার করে অলাদা আলাদা করে সিলেকশন করতে পারেন।] এবার Select/Inverse-এ Ctrl+Shift+I ক্লিক করুন। এবার Layer থেকে New Adjustment Layer-এ যান। Colourize-এ টিক চিহ্ন দিন এবং এখানে Shadows, Midtones ও Highlights-এর স্লাইডারমুভ করতে থাকুন যতক্ষণ না মনের মতো রং পাচ্ছেন। আর একটু নিখুঁত করার জন্য Layer/New Adjustment Layer/Curves-এ যান এবং এখানে যে চেক বক্স আসবে তাতে একট নাম দেওয়ার জন্য OK করুন। এবার File/Save as-এগিয়ে ছবিটি jpEg ফরম্যাটে সংরক্ষণ (সেভ) করুন। সাদা কালো থেকে রঙ্গিন করার জন্য অনেক গুলি উপায়এর মধ্যে এটি একটি।
Posted on: Sun, 30 Jun 2013 04:54:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015