আইনস্টাইনের ধাঁধা :- - TopicsExpress



          

আইনস্টাইনের ধাঁধা :- বিজ্ঞানী আইনস্টাইন নাকি বলেছিলেন এই ধাঁধাটি পৃথিবীর মাত্র ২% লোক (!) সমাধান করতে পারবেন। বাকিরা পারবেন না। ধাঁধাঃ একটি রাস্তার ধারে পাশাপাশি পাঁচটি বাড়ি। ভিন্ন ভিন্ন রঙের এই পাঁচটি বাড়িতে ভিন্ন ভিন্ন পাঁচ দেশের লোক বাস করেন। প্রত্যেকেরনিজস্ ব পছন্দের পানীয় আছে, আছে আলাদা আলাদা সিগারেটের ব্র্যান্ড। এমনকি তাদের পোষা প্রাণীও ভিন্ন ভিন্ন। এখন প্রশ্ন হল এদের মধ্যে মাছ পোষেন কে? সূত্রঃ ১. লাল ঘরে বাস করেন ব্রিটিশ। ২.সুইডিশের পোষা প্রাণী কুকুর। ৩. ডেনিশের প্রিয় পানীয় চা। ৪. সাদা বাড়ির বায়ে সবুজ বাড়ি। ৫. সবুজ বাড়ির মালিক কফি পান করেন। ৬. যিনি পল মল (Pall Mall) সিগারেট খান তিনি পাখি পোষেন। ৭. হলুদ বাড়ির মালিক ডানহিল (Dunhill) সিগারেট খান। ৮. মধ্যের বাড়ির বাসিন্দা দুধ পান করেন। ৯. প্রথম ঘরে থাকেন এক নরওয়েজিয়ান। ১০.যিনি ব্লেন্ড (Blend) সিগারেট খান তার প্রতিবেশী বিড়াল পোষেন। ১১. যিনি ব্লু মাস্টার (Blue Master) সিগারেটখান তিনি বিয়ারও পান করেন। ১২. ডানহিল সিগারেট যিনি খান তার পাশের বাড়ির বাসিন্দা ঘোড়া পোষেন। ১৩. প্রিন্স (Prince) সিগারেট খান জার্মানির লোক। ১৪. নীল ঘরের পাশে থাকেন নরওয়ের লোক। ১৫. যিনি ব্লেন্ড খান তার প্রতিবেশী পানি পান করেন।
Posted on: Mon, 22 Jul 2013 06:30:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015