আইস্সালা... ... বাইচা গেছি, - TopicsExpress



          

আইস্সালা... ... বাইচা গেছি, ভাবছিলাম সেকেন্ড টাইম ডিইউ তে ট্রাই দিমু বাট আর দেওন লাগত না সো পড়ালেখা থেকে মুক্তি... আহা...! ... আমার মায়ের স্বপ্ন পূরণ হইতে যাচ্ছে. ফোর ফাইভে থাকতে এক্সাম খারাপ হইলে মায়ে বলত দুইটা গরু কিনে গ্রামে দিয়ে আসবে... সো নাও ইট ইজ টাইম টু বি এ রাখাল... খারাপ কি, গরুতো কিনেই দিবে, আর জাহিদ্দার থেইকা যেই টাকা পাই ওইটা পাইলে একটা বাশিও কিনে নিলাম... তবু যদি কোনো দুপুরে আমার বাশি শুনে কোনো ললনা গান গায় কে বাশি বাজায় রে, আমার মন কেনো নাচায় রে..... খারাপ কি, পড়ালেখার চাইতে হাজার গুণ ভাল... বাই দা ওয়ে... আমরা ১৪তম ব্যাচের স্টুডেন্ট, সো জন্ম আমাদের আজন্ম পাপ... আমাদের দোষ আমরা ১৪তম ব্যাচ... আমাদের দোষ আমরা বিগত কোনো বছরে ফেইল করে ইয়ার গ্যাপ দেই নাই... আফটার অল আমরা 14TH ব্যাচ.... আমরা পাথর... অতি শোকে পাথর \m/
Posted on: Tue, 14 Oct 2014 09:40:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015