আউটসোর্সিংয়ের জন্য এসইও - TopicsExpress



          

আউটসোর্সিংয়ের জন্য এসইও শিখুন। তার চাইতেও সহজ ইমেইল মার্কেটিং শিখুন। ক্রিয়েটিভ আইটিতে এসইও কোর্স করলেই সাথে ইমেইল মার্কেটিংও শিখানো হয়। অনলাইনে পাবেন এগুলো শিখার অনেক রিসোর্স। তবে কোন প্রতিষ্ঠান থেকে শিখতে চাইলে Creative IT Institute Of Bangladesh হতেই শিখুন। কারন এখানেই আছে দেশের সেরা এবং অভিজ্ঞ এক্সপার্টরা। টাকা খরচ করে শিখলে সেরাদের কাছ থেকেই শিখুন। আর কোর্সে ক্লাশ নিয়মিত করলে এবং অ্যাসাইনমেন্টগুলো সঠিকভাবে নিয়মিত করলে এখানে কোর্স শেষে আয়েরও ব্যবস্থা করে দেওয়া হয়। লাইফ টাইম সাপোর্টটও আছেই। ক্রিয়েটিভ আইটির এসইও কোর্স শেষে যে যে পন্থাতে আয় করতে পারবেন- - ব্লগিংয়ের মাধ্যমে আয় - আর্টিকেল রাইটিংয়ের মাধ্যমে আয় করতে পারবেন - অ্যাডসেন্সের মাধ্যমে আয় করা সম্ভব হবে - অনলাইনের মাধ্যমে আয় করা সম্ভব হবে - নিজের ইকমার্স ব্যবসা তৈরির মাধ্যমে আয় করতে পারবেন - ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমেও ক্যারিয়ার গড়তে পারবেন - লিংকবিল্ডিংয়ের কাজের মাধ্যমেও আয় শুরু করতে পারবেন কোর্স ১টি কিন্তু আয় করার পদ্ধতি কতগুলো? যেকোন একটি মাধ্যমেই নিজের ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব হবে। এসইওর নতুন ব্যাচের বিস্তারিতঃ ক্লাশ ‍শুরুঃ ২৭ অক্টোবর (সন্ধ্যা ৬টা) ভর্তির শেষ তারিখঃ ২৬ অক্টোবর ক্লাশ সময়ঃ সোমবার, বুধবার (সন্ধ্যা ৬টা হতে ৮টা) কোর্স ফিঃ ১৩,০০০টাকা ( নিয়মিত ফিঃ ১৫,০০০টাকা) লোকেশনঃ মমতাজ প্লাজা (৫ম তলা )(ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে), বাড়ি# ৭, রোড# ৪, ধানমন্ডি, ঢাকা ফোনঃ ০১১৯৩০৯৪৫৪৫, ০১৭৯৭১৬২৯৪৯
Posted on: Sun, 26 Oct 2014 08:30:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015