আগামীকাল - TopicsExpress



          

আগামীকাল বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়.. >যে লোকটি তাঁর জীবনটাকে কোরআনের আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন.. >যে লোকটির ওয়াজ শুনে মন্ত্রমুগ্ধ হয়ে অনেক অমুসলিম হয়েছে মুসলিম.. >সারাবিশ্বের প্রথম কাতারের ইসলামী চিন্তাবিদগণের মধ্যে যে ব্যাক্তিটির স্থান রয়েছে.. সেই লোকটাকে আজ কতগুলো ঘৃণ্য দোষ কাঁধে চাপিয়ে দুনিয়ার মিথ্যা কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে.. এই রায় নিয়ে আমার কোন মন্তব্য নেই। কারন দুনিয়ার বিচারব্যবস্থা বিশেষ করে হাসিনা নেতৃত্বাধীন রাষ্ট্র বাংলাদেশের বিচারব্যবস্থার উপর আমি খুব কমই আস্থা রাখি। এখানকার বিচারব্যবস্থায় বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা খালাস পায়। আবার নিরপরাধীরা শাস্তি ভোগ করে... তাই সুষ্ঠু বিচার প্রত্যাশা করাটা একঅর্থে মরিচীকার মতো... যাই হোক, তাঁর প্রতি আরোপকৃত যেসব কাজের জন্য তাঁকে আজ কাফিরদের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, সেই ঘৃন্য কাজ নিঃসন্দেহে তাঁর মতো একজন বিশ্ববরেন্য মুফাসসিরে কোরআন করতে পারেন না। শুধু এটুকুই আশা করি আল্লাহ তায়ালা উনার প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দিবেন.. দুনিয়ার জীবন বা দুনিয়ার বিচারটা মূখ্য নয়। বরং পরকালটাই মূখ্য.. এই রায় নিয়ে আমার কোন সুখ বা দুঃখের কিছুই নেই। জানি করে লাভও হবে না। আমার চিন্তা অন্য যায়গায়.. এতোদিন ধরে গরুর বিষ্ঠায় মাথা লুকিয়ে রাখা নাস্তিক গুলো আগামী কাল থেকে আবার মাথাচাড়া দিয়ে উঠবে.. নেড়ী কুকুরের DNA বহনকারী ইমরান এইডস সরকার তো ইতোমধ্যেই তার পেইজে জানিয়ে দিয়েছে যে, সবাই যেন শাহবাগের জারজ চত্বরে দলে দলে যোগ দেই... তাঁর ফাঁসির হলো নাকি মুক্তি হলো, এটা নিয়ে আমার কোন আক্ষেপ নেই.. কারন উনার প্রতি যদি সুবিচার করা হয়,তবে আল্লাহ উক্ত বিচারকের উপর সন্তুষ্ট হবেন। আর যদি অবিচার করা হয় তাহলে একটা কথা স্মরণ রাখতে হবে আল্লাহতো দেখছেন! ইহকালে নাহোক পরকালে সঠিক বিচার এবং রায়টি ইনশা আল্লাহ দেখতে পারবো.. আক্ষেপ শুধুমাত্র জারজ নাস্তিক গুলোকে নিয়ে,যারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে চ্যাতনা বিক্রির ধান্দায় নেমে পড়বে.. সবকিছুই সহ্য করা যায়। কিন্তু যখন ইসলাম বিদ্বেসী নাস্তিক জারজদের আস্ফালন দেখি তখন নিজেকে আর সামলানো মুশকিল হয়ে পড়ে! ইচ্ছে করে একটান মেরে কুত্তাগুলোর জিহ্বা ছিঁড়ে নেই! তবে ফাঁসি হলে একটা ক্ষোভ সারাজীবনই থেকে যাবে, যদি একটা বার তার নিজের মুখে কোনো তেলাওয়াত অথবা ওয়াজ শুনতে পেতাম..... এডমিনঃ দীপ্ত
Posted on: Tue, 16 Sep 2014 14:48:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015