আচ্ছা, কখনও কি ভেবে - TopicsExpress



          

আচ্ছা, কখনও কি ভেবে দেখেছেন, একটা ভালো মেয়ের সংজ্ঞা কি? কখন একটা মেয়েকে আপনি একটা ভালো মেয়ে বলবেন? ধরুন, আপনার এক আত্মীয় কম বয়েসি একটা মেয়েকে বিয়ে করে আনলেন। বিয়ের পরপরই কানাঘুষা শুরু হল- মেয়েটা একেবারেই ভালো না। ভালো মত বুঝে দেখবেন, মেয়ের দোষ হয়ত প্রথমত সে তার পড়ালেখা কোনও ভাবেই ছেড়ে দিতে রাজি না। ঘর-সংসারও ভালো বুঝে না, নিজের মন মত চলে, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না। সবার সাথে দুষ্টামি করে বেড়ায়, কারনে অকারনে রাগ করে, খাওয়া বন্ধ করে দেয়। মেয়ে মানুষ এমন হলে চলে? স্বামীর তো কপাল পুড়ল। আচ্ছা, আপনি কি স্বামী শব্দের আক্ষরিক অর্থ জানেন? এর অর্থ হল প্রভু। অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নেই। এই অনুভূতি যুগযুগান্তর ধরেই আপনার আমার রক্তে মিশে আছে। যারা এটা মেনে নিতে পারেনা, তাদের “স্বামীর” কপাল পুড়ল। যাক, যা বলছিলাম। অনেকে বিয়ের জন্য অর্ধশিক্ষিতা পাত্রী খোঁজেন। যেন আগের বউটার মত “উশৃঙ্খল” না হয়। বাইরে যাবার জন্য উন্মুখ হয়ে থাকেনা, লক্ষ্মী মেয়ের মত ঘর সামলাচ্ছে, বছর না যেতেই সন্তান নেবার চেষ্টা করছে। যত দোষ ওই শিক্ষিত বউর। পড়ালেখা জানা মেয়েকে এই জন্য বিয়ে করতে নেই। এতো কিছু থেকে যা বুঝলাম তা হল, একটা মেয়ে তখনই একটা ভালো মেয়ে যখন তার কোনও চাহিদা নেই, অভিযোগ নেই, উচ্চাকাঙ্ক্ষা নেই, নিজের জন্য স্বপ্ন নেই। তখনই ঠিক করেছিলাম, আমি কখনই একটা ভালো মেয়ে হতে চাই না, আমি একজন ভালো মানুষ হতে চাই। না, সব পরিবার এমন না, এ কথাটা সত্য। অনেক পরিবারে মেয়েদেরকে পড়ালেখা “করতে দেয়া হচ্ছে”। যেন এটা তাদের অধিকার না, এটা হল তাদের প্রতি দয়া। তাদের এটা পাবার অধিকার বা যোগ্যতা ছিল না, মানবতার খাতিরে তাদেরকে পড়তে বা চাকরি করতে দেয়া হচ্ছে। কি অদ্ভুত সংস্কৃতি! অনেকেই শুনি গর্ব করে বলেন, আমার বউকে তো আমি পড়তে দিচ্ছি, চাকরি করতে দিচ্ছি। জ্বী, আপনাদেরকে ধন্যবাদ আপনাদের বদান্যতার জন্য। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। চাকরি বা ক্যারিয়ারের কথায় আসি। ইংরেজি একটা মুভির কথা মনে পড়ল, ডায়লগটা হুবুহু তুলে দিচ্ছি। “ It’s a funny business, a women’s career. The things you drop on your way up, so you can move faster. You forget you’ll need them again when you get back to be a woman again. That’s one career all females have in common, whether you like it or not- being a woman. Sooner or later we’ve got to work on it. No matter, how many other career we’ve had or wanted. And in the last analysis, nothing is any good unless you can look up just before dinner or turn around in bed and there he is. Without that, you are not a woman. You are something with a French provincial office, or a book full of clippings. But you are not a woman.” এই মুভিটা কিন্তু ১৯৫০ সালের। এতো দিন পর, এতটা পথ পাড়ি দিয়েও আমরা কত দূর এগিয়েছি? প্রতিটা ঘরে প্রতিটা মেয়ে একজন বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করে। কখনও সব কিছু মেনে নিয়ে, সহ্য করে নিয়ে, আর কখনও প্রতিবাদ করে, মুখে চুন-কালি মাখিয়ে। না, কিছু বলা যাবেনা। বললেই আপনি নারীবাদী। আমি বিশ্বাস করি, নারীবাদীতার দরকারই হত না, যদি সংসারে দুটি চাকা সমান গতিতে চলত। নারীদিবস বলে কিছু থাকতো না তখন। কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তব হল, আপনি ততক্ষণই একজন ভালো নারী যতক্ষণ আপনি সীতার মত অগ্নিপরীক্ষা দিয়ে নিজেকে সৎ প্রমান করতে পারবেন। আমি নারীবাদী না, পুরুষবাদীও না। আমি একজন মানুষবাদী। আমি এমন একটা সময়ের স্বপ্ন দেখি, যেখানে কোনও নারীবাদী থাকবেনা, থাকার দরকার পরবে না, যেখানে মানুষ শুধুই মানুষ- নারী বা পুরুষ না, যেখানে অধিকার নিয়ে কেউ মাথা ঘামাবে না, কারণ অধিকার তো অধিকারই- এটা আলাদা করে চাওয়ার কি আছে?
Posted on: Sun, 28 Dec 2014 11:42:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015