আজ 21 August 2014 Thursday 2:00 pm - TopicsExpress



          

আজ 21 August 2014 Thursday 2:00 pm ক্যালকুলাসের কল্পতরু পর্বের ডিফারেন্সিয়াসন অংশের ফ্রি ক্লাস নেওয়া হবে । আগ্রহী গণ নিচে উল্লেখিত পন্থায় ক্লাস এ অংশগ্রহণ করতে পারবে :) । ক্যালকুলাসের কল্পতরু ক্যালকুলাস বিষয়টা যতটা চমৎকার, এর ব্যাবহারগুলো ততটাই আকর্ষণীয়। কিন্ত দুঃখের বিষয় হচ্ছে, অনেকের কাছেই এটি এক আতংকের নাম।তাই তোমাদের এই আতংককে ভালবাসায় বদলে দেবার জন্যই আমাদের এই উদ্যোগ। প্রতি বছর DU ভর্তি পরিক্ষায় ক্যালকুলাস থেকে ৮-৯ টি প্রশ্ন থাকে যা গনিতের মোট নম্বরের (গণিত ৩০ নম্বর) ২৫% এর অধিক।এছাড়া BUET এ ২টি ইন্টিগ্রেশন(২*১০), একটি অন্তরীকরণ (১০) ও ৬ টি MCQ (৬*২.৫)সহ মোট ৪৫ নম্বর আসে।এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গনিতের ৩০% প্রশ্ন আসে ক্যালকুলাস থেকে।তাই তোমরা যাতে এই অংশে পূর্ণ নম্বর পাও, সেজন্য আমরা ক্যালকুলাসের উপর দুইটি ফ্রি ক্লাসের আয়োজন করেছি। সময়সূচী : Differentiation 21 August 2014 Thursday 2:00 pm Integration 22 August 2014 Friday 3:00 pm রেজিস্ট্রেশন এর নিয়ম : তোমার নাম, কলেজ ও এইচএসসি রোল লিখে পাঠিয়ে দাও ০১৭২৩২০১৯৫৯ নম্বরে। যোগাযোগ : জাবের মাহবুব (০১৭২৩২০১৯৫৯, ০১৫৩৪১০৫৩৯১) ঠিকানা : BUET Admission Care ইসলাম ভিলা। ৭০৯, শহিদবাগ, নিচতলা। শহিদবাগ মসজিদের বিপরীতের বাসা। ক্লাস নিবেন : জাবের মাহবুব Chemistry Teacher at SUNRISE COACHING CENTER Physics Teacher at UNIAID & UDVASH Ex- NDC HSC 2012 BUET position : 11th DU position : 14th KUET position : 22th Rajshahi Medical College (1144th in medical admission test, 2012)
Posted on: Wed, 20 Aug 2014 21:21:24 +0000

Recently Viewed Topics




© 2015