আজ আপনাদের বলবো WWE এর একটি - TopicsExpress



          

আজ আপনাদের বলবো WWE এর একটি পুরান কিন্তু অসাধারণ গেমসের কথা। এটি বের হয়েছিল 2001 সালে, নিন্টেন্ডো প্লাটফর্মের জন্য। কিন্তু আপনারা সহজেই এটা আপনাদের মোবাইলে খেলতে পারবেন। স্টেপ-১: প্রথমে প্লে স্টোর কিংবা গুগলে সার্চ দিন Mupen 64 Plus AE Nintendo 64 Emulator (অনান্য যে কোন Nintendo 64 ইমুলেটর হলেও চলবে) । সার্চ দিয়ে পেলে ডাউনলোড করে ইন্সটল দিন। স্টেপ-২: ইমুলেটরে অপেন করে Setting যান ইনপুট>টাচস্ক্রিন>বাটন লে আউট>Both by RoyMustang দিন। ভিডিও তে গিয়ে একদম শেষ দিকের অপশন গুলো (fog,frame,Alpha,Depth....etc) টিক গুলো আনমার্ক করুন এইবার আপনার এন্ড্রোয়েড সেটের কোয়ালিটি অনুযায়ী Rendered Resolution দিন। এটা সর্বপ্রথম Native Quality দেওয়া থাকবে। তারপর আস্তে আস্তে লো কোয়ালিটির দিকে যাবে। এটা আপনি যাচাই করুন কমিয়ে-বাড়িয়ে স্টেপ-৩। যদি কোয়ালিটি সবচেয়ে কমিয়ে খারাপ আসে তাহলে Setting>Plug-ins যান। Audio ও Reality Signal Processes যথাক্রমে ২ ও ৩ নাম্বার অপশন দিন। (বি.দ্র: আগে স্টেপ-২ ট্রাই করে, এটা দেখবেন) স্টেপ-৪ অন্তত 256 MB RAM ফ্রি রাখুন। মোবাইল হ্যাং বা অনেকগুলো এপস ইন্সটল কিংবা রানিং অবস্থায় ঢুকবেন না। স্টেপ-৫ আবার গুগলে যান, coolroms বা freeroms এ যান। সেখানে WWF No Mercy সার্চ দেন। লক্ষণীয় যে,অবশ্যই খেয়াল করে দেখবেন যাতে সেটা Nintendo 64 ভার্সন বা n64 হয় এবং লেখা থাকে। এইবার .zip ফাইলটি ডাউনলোড দিয়ে যেকোনো ফোল্ডারে রাখুন। স্টেপ-৬ আবার ইমুলেটর অন করুন। এইবার Game এ গিয়ে সেই Zip ফাইলটি সিলেক্ট দেন এবং Play>Resume দিয়ে উপভোগ করুন। গেমটির ফিচার: গেইমটি ১৯৯৯-২০০০ রোস্টারে রেসলার নিয়ে করা। (WCW কাউকে নেওয়া হয়নি) । এক্সিবিশনে প্রায় ৪২ জন রেসলার, ৯ জন ডিভা রয়েছে। আর হিডেন প্রায় ১০+ জন রেসলার। এবং টাকা দিয়ে ৭ জন রেসলার কিনতে পারবেন। আপনি নিজে ৯-১৫ জন সুপারস্টার বানাতে পারবেন। (Big Show,Cena,Ryback,Lesnar,Rany,Hogan কে খুব সুন্দর ভাবে বানানোর নিখুদ কোড ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন।) আবার মেইন রেসলারদের ক্লোন করে নিজের স্টাইল,মুভ দিতে পারেন। প্রত্যেকের এন্টেরেন্স আলাদাভাবে জমকালো Pyro ও লাইটিং হয়। যদিও গান সিস্টেম .avi বলে লো টাইপের প্রত্যেকের প্রথমে ৪ টি কাস্টম। তবে টাকা দিয়ে আপনি আরো অনেক কাস্টম কিনতে পারবেন এখানে রয়েছে ১৪+ অস্ত্র। আপনি টাকা দিয়ে আরো অস্ত্র কিনতে পারবেন এখানে প্রায় ৮ টি এরিনা আছে, আপনি টাকা দিয়ে Backlash, Armageddon এরিনা কিনতে পারবেন।নিজেও এরিনা বানাতে পারবেন। আপনি এখানে, Normal Steel Cage Handicap Team Battle Ladder King of The Ring First Blood Ambush No DQ Falls Count Anywhere Royal Rumble Unsanctioned Guest Referee Bra and Panties সহ আরো ১০ রকমের স্টিপুলেশনের ম্যাচ খেলতে পারবেন এখানে রয়েছে ৮টি বেল্ট। বিভিন্ন গেমস মুড রয়েছে। যেভাবে টাকা পাবেন: ১।চ্যাম্পিয়নশিপ মুড। ম্যাচ জিতলে টাকা ২ সারভাইভাল মুড। এখানে রিংয়ে নিচে পড়লে এলিমিনেট এবং রিংয়ে পিন করে এলিমিনেট করতে হবে। ৪ জন রেসলার শুরু করে,এক জন এলিমিনেট হলে আরেকজন আসে। এভাবে মোট ৮৯ জন কে এলিমিনেট করলে আপনি জিতবেন। প্রতি রেসলার এলিমিনেট করলে আপনি টাকা পাবেন। যেভাবে ফিনিশার ও মুভ দিবেন। এখানে সিগনেচার ১২০+ মুভ রয়েছে। প্রতিটি রেসলারের নিজস্ব ২০/২৫টি মুভ থাকে। আমি নিজেও এত মুভ মারতে পারিনা। জয়স্টিক: এখানে তিনটি জয়স্টিক থাকে। সবচেয়ে বামেরটা (a) ,মাঝেরটা (b) ,ডানেরটা (c) a এর উপরনিচ,ডানবাম বাটন = টন্ট বা b এর ↑ ↓ → ← চলাফেরার জন্য c এর ↑ দিয়ে রিং থেকে এপ্রোনে যায়,জোরে চাপলে নিচে নামে,ল্যাডেরে উঠে, c এর ↓ দিয়ে দৌড়ায়, গ্রাপল করে দিলে অপনেন্ট কে রোপের দিকে ছূড়ে মারে। c এর → দিয়ে স্টিল স্টেয়ার,ল্যাডার, এবং ফ্যানদের বসার জায়গা হতে অস্ত্র নেয়। বাটন: A দিয়ে গ্রাপল করে , b এর বিভিন্ন দিকে নির্দেশ দিলে মুভ দেয় B দিয়ে আস্তে চাপলে আস্তে ঘুষি লাথি। জোরে চাপলে জোরে দেয়। তাছাড়া, শোয়া বসা তারতম্যে বিভিন্ন মুভ দেয়। R দিয়ে রিভার্স এবং অপনেন্ট শুয়ে থাকলে বসায়,উঠায়। L দিয়ে জোরে চাপলে অপনেন্ট শুয়ে থাকলে পিন দেয় অনথ্যায় তা ডিফেন্স হয়ে যায় Z এর তেমন কাজ নেই। ফিনিশার: আপনি ম্যাচ ডমিনেট করে খেলতে থাকেন কিংবা মাঝে মাঝে টন্ট দিতে থাকেন তাহলে আপনার প্লেয়ারের নামের নিচে সবুজ দাগ লম্বা হতে হতে লাল হয়ে কাপবে। একসময় Special লেখা উঠলে। A জোরে চাপবেন। যদি অপনেন্ট সফল ভাবে গ্রাপল করতে পারেন তাহলে সাথে সাথে (a) জয়স্টিকের নিচের বাটন চাপ দিন। ফিনিশার হবে ট্রিক: আপনি ফিনিশার দিয়ে সাথে সাথে আবার R জোড়ে চেপে দাড় করিয়ে ফিনিশার দিন। এতে আপনার জিতার চান্স বাড়বে সারভাইভাল মুডে প্রতি পাচ জন এলিমিনেট করবার পর স্লট সেভ করুন। এতে আপনি যদি এলিমিনেট হয়ে যানতাহলে আবার লোড স্লট দিয়ে খেলতে পারবেন। নিউ এডিনশন: Freeroms/Coolroms এ WWE সম্পর্কিত অন্যান্য গেম Wrestlemania 2000 WWF War Zone WWF Attitude ECW Hardcore Revolution WCW Mayhem WCW Monday Night Nitro লাইক দিয়ে এক্টিভ থাকুন। #সিনেশন_অনন্ত
Posted on: Sat, 20 Dec 2014 08:43:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015