আজ আমি কিছুটা হতভম্ব ! বি - TopicsExpress



          

আজ আমি কিছুটা হতভম্ব ! বি এন পি জাতীয় স্তায়ী কমিটির বৈঠক এর গ্রীহিত একটি সিদ্ধান্ত এর উপর ! আমরা যারা B N P এর কর্মী আছি তারা প্রত্যেকে মনে প্রাণে বিশ্বাস করি ৫ জানুয়ারী অনুষ্ঠিত একতরফা নির্বাচন শুধু অবৈধ য় ছিল না , ছিল আন্তর্জাতিক পর্যায়ে চরম অগ্রহণযোগ্য। তার পরিপ্রেক্ষিতে বিশ্বের গোটি কয়েক দেশ ছাড়া এই নির্বাচন এবং সরকারকে তারা স্বীকৃতি দেয়নি। কিন্তু আজ অবাক বিস্ময়ে লক্ষ্য করছি আমাদের supreme authority অর্থাৎ স্তায়ী কমিটি government এর কাছে আহবান জানাচ্ছে পিনাক ৬ লঞ্চ ডুবির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এর যথাযত ক্ষতিপুরন দেয়ার জন্য। অবৈধ সরকার এর কাছে কিসের আহবান ? আজ আরেকটা বিষয় বলে রাখা নিজের কর্তব্য মনে করছি । আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিভিন্ন সভা সেমিনার এ একটা বিষয় প্রমাণ করেছে যে আমাদের দেশের প্রথম বৈধ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান । কিন্তু আজ অবধি আমাদের ( B N P এর ) WEBSITE এ এর amendment হয়নি। কিন্তু কেন ? আমার নেতা একটি নয় একাধিক বস্থনিষ্ঠ তথ্যের মাধ্যমে এই বিষয়টি প্রমাণ/ উপস্থাপন করেছেন। অথচ আমাদের তথাকথিত অনেক নেতাদের কাছে অথবা তাদের বিভিন্ন কথাবার্তায় সেটার প্রতিফলন নাই। এভাবে আর কতদিন ? অবৈধ সরকার এর সাথে আর কত লিয়াজু ? দেশের ষোল কোটি মানুষ প্রতীক্ষায় - এই অবৈধ সরকার এর বিরুদ্ধে চরম গন আন্দোলন গড়ে তোলে তার পতন ঘটানো ।
Posted on: Tue, 12 Aug 2014 07:44:50 +0000

Recently Viewed Topics




© 2015