আজ ক্যান জানি সানি লিওন - TopicsExpress



          

আজ ক্যান জানি সানি লিওন এর ছোট বেলা সম্পর্কে জানতে ইচ্ছা করলো তাই যে কথা সেই কাজ :D wikipedia থেকে সংগ্রহিত... আদিম যুগ থেকেই শরীরের আবেদন মানুষের সমাজে । যত তার রাখঢাক তত তার প্রকাশ । সাম্প্রতিক সময়ে শরীরী আবেদনে কবিতা হয়ে ওঠা একটি শরীর সানি লিওন । এই পর্নো মডেল কেবল আমাদের এ ভূখণ্ডেই নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন তার আবেদন । কী ছিল এই মোহময়ী নারীর পেছনের জীবনে? আজ তার ফেলে আসা জীবনের দিকে হেঁটে যাব আমরা । সানির ছোটবেলা কাটে কানাডার একটি শহরে । বাবা ছিলেন তিব্বতি, মা হিমাচল প্রদেশের । জার্মান একটি বেকারিতে কাজের মাধ্যমে শুরু হয় তার কর্মজীবন । ট্যাক্স ফার্মেও কাজ করেন কিছু দিন । এরপর ধীরে ধীরে জড়িয়ে পড়েন পর্নো জগতে । ছোটবেলা বিষয়ে সানি তার টুইটারে জানান, সে সময় আমি অনেক বোকা বোকা ছিলাম । এখন আর তা নেই । বড় হয়ে গেছি যে । এখন আমি জীবনকে উপভোগ করতে শিখেছি । ‘জিসম ২’ ছবির মাধ্যমে তার বলিউডে পথচলা শুরু । এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি । একটার পর একটা ছবিতে সই করে যাচ্ছেন ৩৩ বছর বয়সী সানি লিওন । নিমাতারা এখন তাকে নিয়ে ছবি বানানোর জন্য লাইন দিয়ে থাকেন। বলা দরকার, ভারতীয় বিনোদন মাধ্যমে তার যাত্রা শুরু ২০১১ সালে ‘বিগ বস ৫’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ।
Posted on: Wed, 19 Nov 2014 16:14:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015