আজ যদি খালেদা জিয়া ঘোষণা - TopicsExpress



          

আজ যদি খালেদা জিয়া ঘোষণা দেন,হরতাল বহাল থাকবে কিন্তু যারা আমাদের দাবির পক্ষে আছেন তারাই কাজকর্ম বন্ধ রেখে হরতাল পালন করবেন। যারা হরতাল পালন করবেন না তাদের কিছুই বলার নেই এবং তাদের হরতাল পালনে বাধ্য করা হবে না। তাহলে দেখবেন অফিসে-রাস্তায় হরতাল বোঝার কোন উপায় থাকবে না। সবাই কাজকর্ম দিয়েই ব্যস্ত থাকবে। সারাদেশের শতকরা একভাগ লোকও হরতাল পালন করবেন না তথা নিজেদের কাজকর্ম বন্ধ করবেন না। একটু উল্টা কথা বলি, আমি ব্যাক্তিগতভাবে খুব ভালভাবেই জানি যে বর্তমানের পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার এর দাবিই বেশিরভাগ (ভাগটা অনেক বেশিই) জনগণের কিন্তু এজন্য তারা হরতাল পালন করতে চান না। দেশের শতকরা ২ভাগ লোকও রাজনীতি করেন না, তাই তারা তত্ত্বাবধায়ক চাইলেও নিজেদের স্বাভাবিক জীবনে পরিবর্তন আনতে রাজি নন। হরতাল ছাড়া বর্তমান পরিস্থিতির কি কোনই সমাধান নেই? তত্ত্বাবধায়ক সরকার আসবে কি না? গণভোট হবার জন্য দেশের এই ক্রান্তিলগ্নে এরকম প্রশ্নই কি যথেষ্ট নয়? দেশের মানুষ শান্তি চায়। তত্ত্বাবধায়ক বা অন্তবর্তীকালীন সরকারের চেয়ে জনগণের স্বাভাবিক জীবনই বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত বলে আমি মনে করি। Courtesy: আশিকুর আপেল আপনিও কি গণভোট চান? আপনার মতামত দিন।
Posted on: Sun, 10 Nov 2013 13:01:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015