আজ সূর্যাস্তের সাথে - TopicsExpress



          

আজ সূর্যাস্তের সাথে সাথেই আমরা রমজানের শেষ দশকে প্রবেশ করব ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে এতেকাফ করাটা সুন্নতে মুয়াক্কাদায়ে কেফায়া। বড় গ্রাম বা শহরে প্রত্যেক মহল্লা থেকে এবং ছোট গ্রামের পূর্ণ বসতিতে কেউ কেউ এতেকাফ করলে সবার দায়িত্ব আদায় হয়ে যাবে। নতুবা সবাই সুন্নত ছেড়ে দেয়ার গোনাহের ভাগী হবে। রমজানের 20 তারিখের সূর্যাস্তের পূর্ব থেকে ইদুল ফিতরের রাতের আগ পর্যন্ত পরিবার পরিজন ও যাবতীয় জাগতিক কার্যকলাপ থেকে বিচ্ছিন্ন হয়ে সওয়াবের নিয়তে মসজিদ ( পুরুষ) বা ঘরের ( নারী) কোনো নির্দিষ্ট জায়গায় অবস্থান করা ও স্থির থাকাকে পরিভাষায় এতেকাফ বলে। এতেকাফের তিনটি শর্ত। * পুরুষদের জন্য এমন মসজিদে এতেকাফ করতে হবে যেখানে নিয়মিত জামাত হয়। তবে জুম্মার জামাত না হলেও অসুবিধা নেই। নারীরা ঘরের একটা স্থানকে নির্দিষ্ট করে নিবে। * এতেকাফের নিয়ত করতে হবে। এতেকাফ ভঙ্গের কারণ গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শরীয়তের সম্মত ওজর ছাড়া এতেকাফের স্থান থেকে বের হওয়া। তবে শরীয়ত সম্মত ওজর হলে মসজিদ থেকে বের হওয়া যাবে। যেমন - মসজিদে জুম্মার জামাত হয় না। কাজেই জুম্মা পড়তে জামে মসজিদে যাওয়া, খাওয়াদাওয়া আনার লোক নেই,তখন খানা নিয়ে আসা। অজু, ফরজ গোসল বা সুন্নত গোসলের জন্য, ইস্তেঞ্জা করার জন্য বের হওয়া। তবে যাই হোক লক্ষ্য রাখতে হবে মসজিদের বাইরে যেন যত কম সময় সম্ভব লাগানো হয়।শুধুমাত্র শখের বশে বা শরীর ঠান্ডা করার উদ্দেশ্য গোসল করার নিয়তে মসজিদ থেকে বের হওয়া যাবে না। কোনো প্রকার দুনিয়বী লেনদেন,কেনাবেচা করা যাবে না। এটা মাকরুহে তাহরীমি। তবে যদি পরিবারে অন্য কোনো পুরুষ না থাকে,তাহলে মসজিদে মালপত্র না এনে শুধুমাত্র ক্রয় বিক্রয়ের চুক্তি করা যাবে। এছাড়াও বিবাহিত দের জন্য ও এতেকাফ ভেংগে যাবার কারণ আছে। সেগুলো যার দরকার জেনে নিবে। ( সূত্র : আহকামে যিন্দেগী। মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন) আল্লাহ যারা এতেকাফ করবেন,সবাইকে কবুল করুন। আমিন। আর কেউ যদি এতেকাফের যান এই অধমকেও দোয়ায় শামিল রাখবেন।
Posted on: Tue, 30 Jul 2013 10:28:09 +0000

Trending Topics




© 2015