আজ স্বর্ণার মন ভাল। অনেক - TopicsExpress



          

আজ স্বর্ণার মন ভাল। অনেক ভাল। কোন কারন ছাড়াই আজ তার মন ভাল। মন ভাল থাকলে একি গান বার বার শুনতে ইচ্ছে করে। আজ সারাদিন স্বর্ণা একটা গান বার বার শুনছে। গানটা হলো চন্দ্রবিন্দুর “ভিনদেশি তারা”। দুপুরের দিকে ভিনদেশি তারা শুনতে শুনতে স্বর্ণা আধা শোয়া হয়ে বিছানায় বসে একটা বই পড়ছিল। গুটি গুটি পায়ে রিয়ানা এসে ঢুকল রুমে। রিয়ানার খুব সম্ভবত স্বর্ণার মোবাইলে গেইম খেলার ইচ্ছা। রুমে ঢুকে সে চুপ করে একটু দাঁড়িয়ে রইল। মনে হল কি করবে সে যেন ঠিক বুঝে উঠতে পারছে না। হয়ত স্বর্ণার মুড বুঝার চেষ্টা করছে। তারপর কি বুঝল কে জানে, বিছানায় উঠে এসে স্বর্ণার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো। মোবাইল না নিয়ে সে খুব মনোযোগ দিয়ে গানটা শুনতে থাকে। একটু পর সে কচি গলায় গানটার সাথে গলা মিলায়, “আমার ভিনদেশি তারা...” চন্দ্রবিন্দুর সাথে সাথে রিয়ানা গান গাইছে। স্বর্ণার মন ভালটা এক হাজারর গুন বেড়ে যায়। কি এক অদ্ভুত ভাল লাগায় মনটা ভরে যায় কচি একটা কণ্ঠের আধো আধো গুন গুনানি শুনতে শুনতে। রিয়ানাকে সে কিউটোসরাস ডাকে। আহ্লাদের ডিব্বা মেয়েটাকে কিউটোসরাস ডাকার একটা বড় কারন তার বাংলা কথা। মেয়েটা এতো সুন্দর করে বাংলা বলে। আধো আধো, ইংলিশ মিশানো এক অদ্ভুত সুন্দর বাংলা। ওর বাংলা বলা শুনলেই স্বর্ণার মেয়েটাকে খেয়ে ফেলতে ইচ্ছে করে। এতো কিউট লাগে! তাকে ভিনদেশি তারা গুন গুন করতে শুনে স্বর্ণার সেই ইচ্ছেটা আবার হয়। সে বই নামিয়ে রেখে রিয়ানার লম্বা চুলে হাত বুলাতে বুলাতে বলে, “এই কিউটোসরাস, খুব তো বাংলা গান শুনছিস। মানে বুঝিস?” কিঊটোসরাস গম্ভীর মুখে মাথা নেড়ে খুব সিরিয়াসলি বলল, “অফকোর্স আই ডু!” “রিয়েলি?” “হুম” “ঠিক আছে। বল দেখি, “সন্ধ্যা নামার মুখে”, এর মানে কি?” “ইটস ইজি । ইট মিনস, The dusk is on my face!” “আমার আকাশ দেখা ঘুড়ি?” “I look at the sky while I walk” “আমার চোখ বেঁধে দাও আলোয়?” “You have to tie my eyes up” “আমার ভয় পাওয়া চেহারা?” “I am scared of your face!” “দাও শান্ত শীতল পাটি?” “My soul went to a party” “আমার একলা লাগে ভারী”? “I feel heavy on my own” “আমি একলাটি পথ হাঁটি?” “I walk around by myself with a tea pot in my hands” স্বর্ণা ছোট্ট তুলতুলে শরীর টাকে টেনে নেয় বুকের মধ্যে। একটা স্কুইশি হাগ দেয়! ছোট থাকাটা কি ভীষণ মজার। না বুঝা কথাগুলিকে নিজের ইচ্ছে মত বুঝে নিয়েই সুখি হওয়া যায়। তাতে কোথাও কারো কোন ক্ষতি হয় না।
Posted on: Sat, 03 Aug 2013 22:22:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015