আজ ১৪ নভেম্বর, বিশ্ব - TopicsExpress



          

আজ ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য হলো - সচেতন হোন, ডায়াবেটিস এর কম্প্লিকেশন রোধ করুন। ডায়াবেটিস এর একিউট কম্প্লিকেশন গুলো হলো - হাইপোগ্লাইসেমিয়া, কিটোএসিডোসিস, হাইপার অসমোলার কোমা আর ল্যাকটিক এসিডোসিস। এবং লেট কম্প্লিকেশন গুলো হলো - অন্ধত্ব, কিডনি বিকল হওয়া, হার্ট এটাক, প্যারালাইসিস ও ডায়াবেটিক ফুট। দেশে একমাত্র সায়ত্তশাসিত হাসপাতাল হিসেবে বারডেম হাসপাতাল একমাত্র টারশিয়ারী ও স্পেশালাইজড হাসপাতাল। কিন্তু দেশের এতো জনসংখ্যার চাপে বারডেম হিমশিম খাচ্ছে। তাই ডায়াবেটিস দিবসে সরকারের কাছে আমাদের জোর দাবী - সকল বিভাগীয় সদরে একটা এন্ডোক্রাইন ও মেটাবলিক ডিজেজ হাসপাতাল প্রতিষ্ঠা করার। আমরা জানি ডায়াবেটিস রোগ দাতে কামড় দেয়া আর লেজ দিয়ে হুল ঢুকানোর মতো রোগ। তাই এই রোগের কম্প্লিকেশন সম্পর্কে জানা দরকার। আসুন এবার জেনে নেই ডায়াবেটিস এর কম্প্লিকেশন গুলো সহজে মনে রাখার পদ্ধতি ঃ ---> Complications of Diabetes : মনে রাখুন BIRDEM B= Brain- Stroke, Blood vessel- Atheresclerosis, peripheral vascular disease. I= Ischemic Heart disease- Angina, MI. R= Renal failure (chronic) D=Diabetec Ketoacidosis E= Emergency- Hypoglycemia, HONC, Lactic acidosis. M= Microvascular- Retinopathy, nephropathy, Neuropathy. First 3 macrovascular, 4th and 5th point is endocrine emergency, 6th point is microvascular. ¤ পোস্ট লিখেছেনঃ DrSayed Sujon
Posted on: Thu, 14 Nov 2013 13:02:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015