আজকে আলোচনা করা হবে কিছু - TopicsExpress



          

আজকে আলোচনা করা হবে কিছু প্রয়োজনীয় Phrases & Idioms এবং তাদের অর্থ নিয়েঃ A man of straw (দুর্বল চিত্তের লোক) লক্ষ্য করুনঃ straw মানে খড়। আর খড় নিজেই খুব দুর্বল। বাতাসের তোড়ে কোথায় উড়ে যায় খোঁজ পাওয়া যায় না। তেমনি A man of straw মানে দুর্বল চিত্তের ব্যক্তি। সে কঠিন কিছুর মোকাবেলা করতে ভয় পায়। অনেকটা উড়ে যায় খড়কুটোর মতো। A storm in a tea cup (ক্ষুদ্র বিষয়ে ব্যাপক আলোচনা) লক্ষ্য করুনঃ এ নিয়ে বলার মতো কিছু নেই। চায়ের কাপে ঝড় তোলা ব্যাপারটা আমরা সবাই কখনো না কখনো শুনেছি। A storm in a tea cup মানে সেটাই। খুব ক্ষুদ্র কিছু নিয়ে বিরাট মারামারি। যেমন ধরুন, মাঝে মাঝে চায়ের দোকানে চা পান করতে গিয়ে আমরা বন্ধুদের সাথে খেলাধুলার আলোচনা নিয়ে মারামারি বাঁধিয়ে ফেলি। আবার চা শেষ হয়ে গেলে সব ঠাণ্ডা। ব্যাপারটা তেমনই। A snake in the grass (গোপন শত্রু) লক্ষ্য করুনঃ একটা সবুজ সাপ যখন ঘাসের মধ্যে থাকে তখন তাকে খুঁজে পাওয়া কিন্তু কঠিন। হটাত করে ঘাসে পাড়া দিলেন আর দিলো ছোবল! কিছুই করার থাকবে না, কারণ আপনি আগে তাকে দেখতে পান নি। ঠিক তেমনি গোপন শত্রু কখন আপনার পিঠে ছুড়ি মারবে আপনি তা আগেই বুঝতে পারবেন না। তার কাজ হলো লুকিয়ে আপনাকে আঘাত করা। যদি আমাদের পেইজের কার্যক্রম ভালো লাগে তবে আমাদের পোস্ট নিয়মিত পড়ুন এবং সেইজন্য পেইজের প্রতিটি পোস্টে লাইক করে পরের পোস্ট সহজেই পাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। পোস্টগুলো শেয়ার করে বন্ধুদেরকেও জানান আমাদের সম্পর্কে। সবাইকে ধন্যবাদ।
Posted on: Wed, 28 Aug 2013 11:11:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015