::আজকের সংবাদপত্র:: . আজ - TopicsExpress



          

::আজকের সংবাদপত্র:: . আজ সোমবার দেশের প্রায় সব পত্রিকা শিল্পী কাইয়ুম চৌধুরী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিয়ে নিউজ করেছে। বাংলাদেশের আধুনিক চিত্রকর্মের পথিকৃৎ শিল্পী কাইয়ুম চৌধুরী গতকাল রোববার রাত সাড়ে ৯টায় আর্মি স্টেডিয়ামের উচ্চাঙ্গসঙ্গীত উৎসবে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। এদিকে বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার জের ধরে গতকাল রোববার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসন ভবন ও উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালিয়েছে। ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ৩৫টি গাড়িতে। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়। ছাত্রদের গতকাল সন্ধ্যা ৬টা ও ছাত্রীদের আজ সোমবার সকাল ১০টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম আলোর লিড নিউজের শিরোনাম হলো- বলা হলো না শেষ কথাটি। এর উপ-শিরোনাম হলো- শিল্পী কাইয়ুম চৌধুরী আর নেই। পত্রিকাটি দ্বিতীয় লিড নিউজ করেছে- বাসচাপায় ছাত্র নিহত, পুড়ল ৩৫ বাস। কালের কন্ঠের লিউ নিউজের শিরোনাম হলো- প্রাণের ঝুঁকিতে পথচারী। এর টিকার হলো- ঢাকায় নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা নেই। পত্রিকাটি দ্বিতীয় লিড নিউজ করেছে- বাসচাপায় ছাত্রের মৃত্যুর পর তাণ্ডব, ইবি বন্ধ। শিল্পী কাইয়ুম চৌধুরীকে নিয়ে পত্রিকাটি নিউজ করেছে- শেষ কথাটি বলা হলো না তাঁর। সমকাল লিড নিউজ করেছে- চলে গেলেন কাইয়ুম চৌধুরী। দৈনিক ইত্তেফাক লিড নিউজের শিরোনাম হলো- ক্ষোভের আগুনে দগ্ধ ৩০ বাস, ইবি বন্ধ ঘোষণা। এর টিকার হলো- বাস চাপায় ছাত্র মৃত্যুর জের। শিল্পী কাইয়ুম চৌধুরীকে নিয়ে পত্রিকাটি নিউজ করেছে- অনুষ্ঠান মঞ্চ থেকেই চলে গেলেন কাইয়ুম চৌধুরী। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার লিড নিউজ Chaos all around. এর উপ-শিরোনাম হলো- Traffic Management. এর টিকার হলো- Commuters’ lives at risk in city. শিল্পী কাইয়ুম চৌধুরীকে নিয়ে পত্রিকাটি নিউজ করেছে- Into The Unknown. এর টিকার হলো- Qayyum, words he wanted to say. ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিয়ে পত্রিকাটি নিউজ করেছে- Student’s death sparks violence. এর টিকার হলো- Islamic University closed after road accident kills him. দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের লিড নিউজের শিরোনাম হলো- Greater dependence on external sources sought. এর টিকার হলো- Country’s maiden debt strategy framed. ইসলামী বিশ্ববিদ্যালয়কে নিয়ে পত্রিকাটি নিউজ করেছে- IU closed sine die amid violence. এর উপ-শিরোনাম হলো- Student dies in accident..
Posted on: Mon, 01 Dec 2014 03:39:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015