আজকাল দেখি সবাই জানতে - TopicsExpress



          

আজকাল দেখি সবাই জানতে চায় যে সপ্নের প্রতিষ্ঠান ¤বুয়েটে ¤ভর্তি পরীক্ষার মান বন্টন ও যোগ্যতা কি ???তাই আজকে তাদের জন্য অনেক কষ্ট করে এই helpful পোস্টটা দিলাম ।।আশা করি উপকৃত হবেন ।।।। ¥¥¥ যোগ্যতা ¥¥¥ উচ্চ মাধ্যমিকে -গনিত ,পদার্থ ,রসায়ন ,Enlish ,ও বাংলায় মোট GPA কমপক্ষে ২৪ হতে হবে ।।।বাংলা ব্যতীত অন্য কোন subject এ gpa.-5 মিস করলে সে ফর্ম্ও তুলতে পারবে না ।।আর যদিও বাংলায় মিস করে তাহলেও admisson test এ অংশ নেয়ার আশা কিছুটা হ্ইলেও আছে ।।তবে better হচ্ছে golden পাওয়া ।।একটা কথা বলে রাখা ভালো GOLDEN আবেদনকারী যদি ১০০০০ ও হয় তাহলে তাদের সবাইকে admission test এ chance দিতে কর্তৃপক্ষ বাধ্য ।। আর একটা কথা বুয়েট ব্যতীত অন্যান্য ইন্জিনিয়ারিং কলেজ ও ভার্সিটিগুলোতে golden না পাইলেও যদি science এর sub এও ক্রস যায় তাও ফর্ম তোলা যাবে ।।।((একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে উচ্চ মাধ্যমিকের result টাই main মাধ্যমিকে নূন্যতম 4 পয়েন্ট পেলেই চলবে ))এবার আসি admission test এর নাম্বার বন্টন । ¥¥¥মান বন্টন ¥¥¥ গনিত:-মোট ২০০ নাম্বার(১০০ written++১০০ MCQ ) CHEMISTRY -:-মোট ২০০ নাম্বার(১০০ written++১০০ MCQ) PHYSICS:-মোট ২০০ নাম্বার(১০০written++১০০ MCQ) ।।।(আর একটা কথা যারা যারা এবার উচ্চ মাধ্যমিকে ভাল ফলাফল করছেন এবং স্বপ্নের প্রতিষ্ঠানে ইন্জিনিয়ারিং পড়ার জন্য কোচিং করার কথা ভাবতেছেন তাদের জন্য একটা অত্যন্ত ভালো মানের প্রতিষ্ঠান হচ্ছে ¥¥ উদ্ভাষ ¥¥)এত কষ্ট করে লিখছি অন্তত একটা THANKS আশা করতেছি ।।
Posted on: Mon, 18 Aug 2014 10:23:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015