আজকে সকালে আমার একটা - TopicsExpress



          

আজকে সকালে আমার একটা রুটিন check-up এর জন্য খালি পেটে রক্ত পরীক্ষা করানোর জন্য square hospitale গিয়েছিলাম , তো একবার রক্ত দেওয়ার পর আমাকে বলল যে এখন খেয়ে ২ ঘণ্টা পর আবার আসতে রক্ত দিতে, আমিও গেলাম square er cafe te। order ta দিয়েই ওদের ক্যাফের দরজার দিকে দেখি একসাথে ৪/৫ টা মেয়ে ঢুকল এবং একজন বাদে সবার মাথায় হিজাব... মনে হল এখানে বসে তো থাক্তেই হবে ২ ঘণ্টা কেননা একটা pilot survey করে ফেলি টোটাল মহিলাদের মধ্যে হিজাবি কতজন... প্রতি ১০/১৫ মিনিট অন্তর অন্তর কিছু নারীপুরুষ এর শমাগম হল এবং আমি লিখতে শুরুকরলাম কত জন মেয়ে এবং কতজন হিজাবি। ১ ঘণ্টা ৪৫ মিনিটে মোট নারী প্রবেশ-বাহির ঘটলো ৩৬ জন এবং এর মধ্যে পুরো বোরখা এবং হিজাব মিলিয়ে ছিল ২৯ জন, i was shocked.. if we can calculate in % then its 80.5 %.... really!!!! :O why... বুঝতেসিনা কি বলা উচিৎ, হিজাব তো বিজাতীয় সংস্কৃতি ( যদি মেয়েদের তথাকথিত খোলামেলা কাপড় তাই হয়)এবং আরও আজব ব্যাপার, একটা পরিবারের ৪ টা মেয়ে এবং ২ টা ছেলে ছিল, মেয়ে গুলি হিজাব কিন্তু ছেলে গুলি half pant পরা, how weird!!! কেউ আবার যারপরনাই চাপা জামা পরা, গোড়ালির অনেক উপরে চাপা পাজামা কিন্তু মাথায় হিজাব দিতে ভুলে নি... কি জানি কবে দেখবো বিকিনি পরেও হিজাব পরে মেয়েরা ড্যাং ড্যাং করে হেঁটে যাছে , কিন্তু ওঁরা ভদ্র মেয়ে আর পুরো শরীর না দেখা গেলেও শাড়ি পরা মেয়েদের বলা হবে অসভ্য হয়তো তারা একটু বড় গলার ব্লাউজ পরেছে ে কারনে... বিচিত্র সেলুকাস... বুঝিনা!!!
Posted on: Tue, 20 Aug 2013 08:46:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015