আজকে সন্ধ্যায় নাকি খবর - TopicsExpress



          

আজকে সন্ধ্যায় নাকি খবর বেরিয়েছে , স্পেনিশ কোন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক তার জীবনিতে লিখেছেন রোনালদো নাকি মেসিকে মাদ্রিদ ড্রেসিং রুমে মাদারফাকার বলে সম্বোধন করতেন ? সত্যতা আল্লাহ মালুম , তবে মেসি যেভাবে পরপর চারবার ফর্মে থাকা সত্বেও তার মুখের খাবার কেড়ে নিয়ে গেছেন তাতে মেসির প্রতি ক্ষোভ থাকাটা স্বাভাবিক ! বাংলাদেশেই অনেক কে দেখি , মেসিকে মাছি বলে ডাকতে ... এসব যখন শুনি তখন আমি মেসির ক্লিপ দেখি , আহা ২০০৯-২০১২ চার চারটা বছর মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন , গোল তো সবাই দেয় , এমন গোল কয়জন দেয় যে , পুরো স্টেডিয়াম দাড়িয়ে থাকে অনেকক্ষণ ! মেসি কিছু জিতুক বা না জিতুক , আর একটাও গোল না দিতে পারুক ফুটবল মাঠে সে যা করে গেছে বিশ্ব তাকে মনে রাখবেই , এমন একজনকে কেউ হিংসা করলে কি আর করার ! আহ এ ক্লিপ যখন দেখছিলাম , গায়ের পশম গুল যেন দাঁড়িয়ে গেলো ! ধারাভাষ্যকারের কন্ঠের উত্তেজনা যেন আমার মতো অনেক মেসিভক্তের উত্তেজনা ! এথলেটিকোর সাথে গোলের পরে ধারাভাষ্যকার যখন বলে - দ্যাট ড্রিবলিং অল দ্যা গ্যালাক্সি টুগেদার উই আর লিভিং ইন , দ্যাট স্টানিশিং জিনিয়াস কিংবা মাদ্রিদের পাচ জনকে বোকা বানিয়ে মেসির গোলের পর যখন বলে - ওয়ান্ডারফুল , ওয়ান্ডারফুল , ওয়ান্ডারফুল ! হাউ কুড ইজ হি, এ রেয়ার সুপার ন্যাচারাল গোল ফ্রম লিও মেসি ? এমন একজনের জন্য ট্রপি দরকার নেই , কেউ মাদারফাকার বলতেই পারে , তার ইন্দ্রজালের মায়াতেই সবাই এতোটাই বুদ হয়েছিল ০৯-১২ যে অন্য কারোর কিছুই নজরে পড়েনি ! কিপ হেটিং হিম ... https://youtube/watch?v=eOuyyWfznYw
Posted on: Tue, 11 Nov 2014 18:54:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015